দিনাজপুরের খানসামায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া চেয়ারম্যানপাড়া গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে লাশটি উদ্ধার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে গ্রাম সমিতির অফিসের বারান্দায় একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী খানসামা থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ভ্যানযোগে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনবিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাছেত সরদার বলেন, লাশটির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। মৃত্যুর কারণ উদঘাটন ও পরিচয় যাচাইয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন








