ভিডিও বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

প্রকাশ : ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪২ বিকাল

র‌্যাবের অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার ও প্রধান আসামি গ্রেফতার

র‌্যাবের অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার ও প্রধান আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া এবং র‌্যাব-১, সিপিএসসি, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এর যৌথ অভিযানে অপহরণ মামলার ১ নম্বর আসামি মোঃ রকি (১৯)কে গাজীপুরের জয়দেবপুর থানার বাংলাবাজার এলাকা হতে গ্রেফতার এবং অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, গত ৩ অক্টোবর ১৫ বছর বয়সী ওই কিশোরী প্রাইভেট পড়াশেষে বাড়ি ফেরার পথে সোনাতলার কানুপুর গ্রামে অপরহরণকারীদের কবলে পড়ে। এ সময় অপহরণকারীরা তাকে অপহরণ করে সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে চলে যায়। পরবর্তীতে ওই কিশোরীর মা বাদি হয়ে সোনাতলা থানায় একটি অপহরন মামলা দায়ের করেন।

এরপর সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ওই মামলার ১ নং এজাহার নামীয় আসামি মোঃ রকি (১৯) গ্রেফতার এড়াতে গাজীপুর জেলার জয়দেবপুরের বাংলাবাজার এলাকায় অবস্থান করছে।

আরও পড়ুন

পরে এই তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২, অধিনায়কের দিকনির্দেশনায় গতকাল মঙ্গলবার রাত ৮টা ৫০ মিনিটে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া এবং র‌্যাব-১, সিপিএসসি, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এর যৌথদল জয়দেবপুরের বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে আসামি মোঃ রকি (১৯)কে গ্রেফতার করে।

সেইসাথে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়েছে। ধৃত রকি সোনাতলার কুশারঘোপ এলাকার আব্দুর রশিদের ছেলে। গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত কিশোরীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাখির চোখে মানিক মিয়া এভিনিউ, সংসদ ভবন এলাকা

মাদারীপুরে ঘরে ঢুকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

র‌্যাবের অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার ও প্রধান আসামি গ্রেফতার

বছরের শুরুতেই কমলো স্বর্ণের দাম

রংপুরের তারাগঞ্জে আ’লীগ নেতা এমদাদুল হক মিলন গ্রেফতার

ভালোবাসার বহিঃপ্রকাশ থেকেই খালেদা জিয়ার জানাজা যেন জনসমুদ্র