খুলনা-৩ আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই-বাছাইয়ের প্রথম দিনে খুলনা-৩ আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফয়সল কাদের তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। আর ৯ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।
খুলনার আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, খুলনা-৩ আসনে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শেষ দিন পর্যন্ত ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বুধবার বেলা ১১টা থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। যাচাই-বাছাইকালে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ৯ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।
মনোনয়নপত্র বাতিল হওয়া তিন প্রার্থী হলেন- স্বতন্ত্র প্রার্থী এসএম আরিফুর রহমান মিঠু, মো. আবুল হাসনাত সিদ্দিক ও আব্দুর রউফ মোল্ল্যা।
বৈধ ৯ প্রার্থী হলেন- ইসলামী আন্দোলনের মো. আব্দুল আউয়াল, বিএনপির রকিবুল ইসলাম, জামায়াতে ইসলামীর মোহাম্মদ মাহফুজুর রহমান, বাসদের জনার্দন দত্ত, এনডিএমের শেখ আরমান হোসেন, জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ খেলাফত মজলিসের এফ এম হারুন অর রশীদ এবং স্বতন্ত্র প্রার্থী মো. মুরাদ খান লিটন ও মঈন মোহাম্মদ মায়াজ।
আরও পড়ুনআঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফয়সল কাদির বলেন, খুলনা-৩ আসনে ১৪টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এর মধ্যে ১২জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বিভিন্ন কারণে তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আর ৯ জনকে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীর জন্য সংসদীয় আসনের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর লাগবে। সেই হিসেবে খুলনা-৩ আসনের জন্য ২ হাজার ৫৪৪ জন ভোটারের স্বাক্ষর সম্বলিত তালিকা লাগবে। ওই তালিকা থেকে দ্বৈব চয়নের ভিত্তিতে ১০ জন ভোটারের তদন্ত করতে হয়। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ মোল্যা ও মো. আবুল হাসনাত সিদ্দিকের মনোনয়নপত্র বাতিল হয়েছে ১ শতাংশ ভোটারের তথ্য সঠিক না থাকায় এবং ১ শতাংশ ভোটারের তথ্য সঠিক না থাকা ও ঋণ খেলাপীর কারণে স্বতন্ত্র প্রার্থী এসএম আরিফুর রহমান মিঠুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
ফয়সল কাদির বলেন, নির্বাচন কমিশনে বাতিলের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে। ৯ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থী আপিল করতে পারবেন। এছাড়া আগামী ২০ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1767185538.jpg)




