ভিডিও বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

প্রকাশ : ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৩:৩৮ দুপুর

বগুড়ার পুত্রবধূর শোকে স্তব্ধ জনপদ, বন্ধ সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান, গায়েবানা জানাজা অনুষ্ঠিত

বগুড়ার পুত্রবধূর শোকে স্তব্ধ জনপদ, বন্ধ সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান, গায়েবানা জানাজা অনুষ্ঠিত, ছবি: রাহেনুর ইসলাম।

স্টাফ রিপোর্টার : সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার গভীর শোকাচ্ছন্ন জেলা বগুড়া। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বগুড়ার পুত্রবধূ সবার প্রিয় এই নেত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে ও রাষ্ট্রীয় শোকের প্রতি সংহতি প্রকাশ করে সকাল থেকেই জেলা শহরের ছোট-বড় সব ধরনের দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিপণীবিতান থেকে শুরু করে যাবতীয় ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রেখেছেন বগুড়ার আপমর মানুষ। শহরজুড়েই এক বিষন্নতার পরিবেশ। বগুড়ার সাথে সাথে স্থবির এই এই জনপদ কার্যক্রম।

 শহরের কেন্দ্রস্থল সাতমাথা থেকে শুরু করে নিউ মার্কেট, আলতাফ আলী সুপার মার্কেট, রানার প্লাজা পুলিশ প্লাজা, রেলওয়ে মার্কেট, বড়গোলা, টিনপট্টি, বেশিরভাগ বাজারসহ শহরের জলেশ্বরীতলা এলাকা ঘুরে দেখা যায়, সব প্রতিষ্ঠানের শাটার নামানো। বড় বিপণিবিতান থেকে শুরু করে পাড়ার মুদি দোকানটিও আজ খোলেননি ব্যবসায়ীরা।

বগুড়া জেলা বিএনপি কার্যালয় ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক মানুষকে কালো ব্যাজ ধারণ করে জড়ো হতে দেখা যায়। হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ বাস ও মাইক্রোবাস রিজার্ভ করে ঢাকায় পৌঁছে প্রিয় নেত্রীকে শেষ বিদায় দিতে জানাজায় অংশ নিয়েছেন।

আরও পড়ুন

এদিকে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজার সাথে মিল রেখে বগুড়ায় আলতাফুন্নেছা খেলার মাঠে গায়েবানা জানাজায় শহরবাসী অংশগ্রহণ করেন। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার পুত্রবধূর শোকে স্তব্ধ জনপদ, বন্ধ সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান, গায়েবানা জানাজা অনুষ্ঠিত

 বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

জানাজাস্থলে বেগম খালেদা জিয়ার মরদেহ

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

তলানির দলের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি ম্যানইউ’র