ভিডিও মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

প্রকাশ : ৩০ ডিসেম্বর, ২০২৫, ১০:২৩ রাত

রুটিন দায়িত্বের পাশাপাশি কিছু আইকনিক কাজ করতে হবে দপ্তর প্রধানদের : রাজশাহী বিভাগীয় কমিশনার

রুটিন দায়িত্বের পাশাপাশি কিছু আইকনিক কাজ করতে হবে দপ্তর প্রধানদের : রাজশাহী বিভাগীয় কমিশনার

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ বলেছেন, সরকারি দপ্তরে আমরা অনেক কাজই করি যা আমাদের রুটিন দায়িত্ব। এ রুটিন দায়িত্বের বাইরে আমাদের কিছু আইকনিক কাজ করতে হবে।

এ অঞ্চলের জন্য উপযুক্ত বিষয় নির্বাচন করে তা এমনভাবে বাস্তবায়ন করতে হবে, যেন সেটা এ বিভাগের জন্য মডেল হতে পারে। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে তিনি তার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

ডিপিপি অনুসারে মডেল মসজিদের উপকরণসমূহ বুঝে নেওয়ার জন্য জেলা প্রশাসক ও ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করে তিনি বলেন, কোনো কোনো মডেল মসজিদে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসছে। এদিকে লক্ষ্য রেখে এসির ব্যবহার কমাতে এবং বিকল্প আয়ের ব্যবস্থা করতে তিনি সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।

আরও পড়ুন

এক জেলার সার অন্য জেলাতে যেন না যায় এবং সার ডিলাররা তাদের ঘোষিত স্থানের বাইরে অন্য কোথাও যেন সার মজুত না করে তা মনিটরিং করতে তিনি কৃষি বিভাগের কর্মকর্তাদের অনুরোধ করেন। বিআরটিএ’র প্রতিনিধিকে উপজেলা পর্যায়ে গিয়ে ড্রাইভিং লাইসেন্স প্রদানের উদ্যোগ গ্রহণ, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষকে ভূগর্ভস্থ পানি উত্তোলন কমিয়ে সেচ নিশ্চিত করতে এবং সড়ক মেরামতের কাজ দ্রুততম সময়ে করতে তিনি সড়ক বিভাগকে নির্দেশনা দেন।

রাজশাহী বিভাগের বিভাগীয় দপ্তর প্রধানরা সরাসরি এবং ৮ জেলার জেলা প্রশাসকরা অনলাইনে যুক্ত থেকে সমন্বয় সভায় অংশগ্রহণ করেন। দপ্তর প্রধানরা নিজ নিজ দপ্তরের কার্যক্রম সভায় তুলে ধরেন। এর আগে সমন্বয় সভার শুরুতে বিভাগীয় কমিশনার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর দু:খ ও শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুটিন দায়িত্বের পাশাপাশি কিছু আইকনিক কাজ করতে হবে দপ্তর প্রধানদের : রাজশাহী বিভাগীয় কমিশনার

ঠাকুরগাঁওয়ের হরিপুরে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে সরিষার চাষাবাদ

রাষ্ট্রীয়ভাবে খালেদা জিয়ার দাফন, জনসাধারণের প্রবেশ নিষেধ

নীলফামারীর কিশোরগঞ্জে সরকারি রাস্তায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন

বগুড়ায় প্রতিবন্ধী ১১ শিশু-কিশোরের অসহায় জীবন যাপন

খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়ায় সর্বস্তরের মানুষের মাঝে নেমে এসেছে গভীর শোক