ভিডিও মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

প্রকাশ : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৯:২১ রাত

জয়পুরহাট হাসপাতালে জলাতঙ্ক ভ্যাকসিনের সাপ্লাই বন্ধ : ফার্মেসিগুলোতেও মিলছে না, রোগীরা অসহায়

জয়পুরহাট হাসপাতালে জলাতঙ্ক ভ্যাকসিনের সাপ্লাই বন্ধ : ফার্মেসিগুলোতেও মিলছে না, রোগীরা অসহায়

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাট ২৫০ শয্যার হাসপাতালসহ ফার্মেসিগুলোতে গত ১৫ দিন ধরে পাওয়া যাচ্ছেনা জলাতঙ্কের ভ্যাকসিন। প্রতিদিন লোকজন হাসপাতালে এসে ভ্যাকসিন না পেয়ে ফিরে যাচ্ছে। বিশেষ করে গরিব রোগীরা পড়েছেন বেকায়দায়।

ফার্মেসিগুলোতেও ঠিকমত পাওয়া যাচ্ছেনা ভ্যাকসিন, যদিও দুই/একটি দোকানে পাওয়া যাচ্ছে, দাম বেশি নিচ্ছে, অভিযোগ ভূক্তভোগীদের। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, সাপ্লাই না থাকলে তাদের কিছু করার নেই। যতদিন ছিল, ততদিন দেওয়া হয়েছে। তবে খুব দ্রুত সাপ্লাই হবে।

ভূক্তভোগী রোগী ও ফার্মেসিগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৫ দিন ধরে সরকারিভাবে হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিনের সরবরাহ বন্ধ আছে। এ অবস্থায় চিকিৎসকরা আক্রমণের তারিখ উল্লেখ করে বিভিন্ন কোম্পানীর ভ্যাকসিনের নাম লিখে ছাড়পত্র হাতে ধরে দিয়ে ফার্মেসিতে ক্রয় করতে পরামর্শ দিচ্ছেন।

রোগীরা জীবন রক্ষাতে ফার্মেসিগুলোতে না পেয়ে ছুটাছুটি করছেন। তবে দুই/একটি ফার্মেসিতে পাওয়া গেলেও তারা সুযোগ বুঝে দাম বেশি নিচ্ছেন বলে অভিযোগ রোগীদের।

জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল বলেন, বর্তমানে সরকারিভাবে জলাতঙ্ক ভ্যাকসিন সরবরাহ বন্ধ আছে। সংকট নিরসনে বারবার স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি পাঠিয়েও ভ্যাকসিন পাওয়া যায়নি। গত অক্টোবর মাসে জলাতঙ্ক ভ্যাকসিনের যে পরিমান চাহিদা ছিল নভেম্বর ও ডিসেম্বর মাসে তা দ্বিগুন হয়েছে।

আরও পড়ুন

বিশেষ করে ১৫ ডিসেম্বরের পর জলাতঙ্ক রোগীর পরিমান ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে ডিসেম্বর মাসের ভ্যাকসিন এখনও হাসপাতালে পৌছেনি। ফলে প্রতিদিন গড়ে ১০০-১২০ জন রোগীকে বাইরে থেকে ভ্যাকসিন কিনে পুশ করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন, খুব দ্রুত সময়ের মধ্যে ভ্যাকসিন সংকট নিরসন হবে।

কালাই পৌর শহরের আঁওড়া মহল্লার বাসিন্দা আলাল উদ্দিন (২৬)বলেন, রোববার সকালে ভ্যাকসিন দিতে জয়পুরহাট জেনারেল হাসপাতালে গিয়ে ভ্যাকসিন পাইনি। ডা: প্রেসক্রিপশন করে  ফার্মেসি থেকে কিনে নিয়ে ইনজেকশন দিতে বলেন। এরপর পুরো জয়পুরহাট জুড়ে কোনো ফার্মেসিতে ভ্যাকসিন পাইনি। বাধ্য হয়ে বগুড়া থেকে এমআরপির চেয়ে ১৮০ টাকা করে বেশি দিয়ে ভ্যাকসিন সংগ্রহ করে পুশ করেছি।

এব্যাপারে জয়পুরহাটের সিভিল সার্জন আল মামুন বলেন, বর্তমানে হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন মজুত নেই, তবে প্রতিটি উপজেলার জন্য স্বাস্থ্য অধিদপ্তরে চাহিদাপত্র দিয়ে রাখা হয়েছে। অল্প সময়ের মধ্যে ভ্যাকসিন সমস্যার সমাধান হবে বলে তিনি আশা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাট হাসপাতালে জলাতঙ্ক ভ্যাকসিনের সাপ্লাই বন্ধ : ফার্মেসিগুলোতেও মিলছে না, রোগীরা অসহায়

হিমেল হাওয়ার দাপট ও গত কয়েকদিন সূর্যের দেখা না পাওয়ায় প্রতিদিনই কমছে তাপমাত্রা

জয়পুরহাটের আক্কেলপুরে আ‘ লীগের তিন নেতা গ্রেফতার

৩ দিনের শোক দিবসে আতশবাজি, বেলুন ওড়ানোসহ বিভিন্ন কার্যক্রম নিষিদ্ধ

বগুড়ার ধুনটে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা ও ছাত্রলীগ কর্মী গ্রেফতার

সংসদ ভবনে খালেদা জিয়ার লাশ নেওয়ার নির্ধারিত রুট ঘোষণা