বগুড়ার আদমদীঘিতে প্রবাসী ছেলের সাথে অভিমান করে বাবার আত্মহত্যা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : মালয়েশিয়া প্রবাসী ছেলের সাথে অভিমান করে বাবা শাহজাহান আলী (৪৫) বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির ডুমুরি গ্রামের মন্টু মন্ডলের ছেলে।
জানা যায়, শাহজাহান আলীর ছেলে নাইম ইসলাম চাকরির সুবাদে মালয়েশিয়ায় রয়েছে। গত সোমবার দুপুরে মোবাইল ফোনে তার ছেলের সাথে নানা বিষয়ে কথা কাটাকাটি হয়।
এতে বাবা অভিমান করে মাঠে জমিতে গিয়ে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি, নওগাঁ ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করে। পরে রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
আরও পড়ুনআদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
মন্তব্য করুন









