ভিডিও সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৯ ডিসেম্বর, ২০২৫, ১১:২২ রাত

রংপুর-৪ আসনে এনসিপি’র আখতার হোসেনের মনোনয়নপত্র দাখিল

রংপুর-৪ আসনে এনসিপি’র আখতার হোসেনের মনোনয়নপত্র দাখিল

রংপুর প্রতিনিধি: রংপুর-৪ সংসদীয় আসন থেকে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও রংপুরের জেলা প্রশাসক এনামুল আহসানের কার্যালয়ে গিয়ে কর্মী-সমর্থকদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। ‎‎এসময় দলের জেলা প্রধান সমন্বয়ক মামুন ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিল শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন আখতার হোসেন। এসময় জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার দাবি জানান তিনি।

‎‎জোট প্রার্থী প্রসঙ্গে আখতার বলেন, তার দল এনসিপি জোটবদ্ধ হয়েছে তবে জোটবদ্ধ প্রার্থীর বিষয়ে কেন্দ্রীয় নেতাদের সাথে পরামর্শ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন, আধিপত্যবাদী শক্তিকে পূর্ণরূপে পরাজিত করে এগিয়ে যাবে তার দল এমন প্রত্যয় তাদের রয়েছে।

আরও পড়ুন

দলের কয়েকজন নেতার সাম্প্রতিক পদত্যাগ প্রসঙ্গে আখতার হোসেন বলেন, যারা পদত্যাগ করেছেন, তা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়। গণ-অভ্যুত্থানের আকাক্সক্ষা ধারণ করে আগামীদিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জাতীয় নাগরিক পার্টি এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুর-৪ আসনে এনসিপি’র আখতার হোসেনের মনোনয়নপত্র দাখিল

সিরাজগঞ্জে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

চাকরি ছেড়ে সংসদ নির্বাচনে নৈশপ্রহরী খাইরুল

বগুড়ার সোনাতলায় বিস্ফোরক মামলায় প্রধান শিক্ষক গ্রেফতার

মাত্র ২ মিনিট দেরি, মনোনয়ন জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন প্রার্থী

বগুড়ার দুপচাঁচিয়ার পিন্টু হত্যাকান্ডের প্রধান অভিযুক্ত গ্রেফতার