সিরাজগঞ্জে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: প্রকাশ্য দিবালোকে সিরাজগঞ্জ শহরে আব্দুর রহমান রিয়াদ(২০) নামে এক শিক্ষার্থীকে দেশীয় অস্ত্রের আঘাতে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল রোববার বিকেল ৫টায় শহরের (নাজমুল চত্বর) চৌরাস্তা মোড় এলাকায় হামলার ঘটনা ঘটে। পরে রাতে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আব্দুর রহমান রিয়াদ শহরের সয়া ধানগড়া (খাঁন পাড়া) মহল্লার রেজাউল করিমের ছেলে। তিনি ইসলামিয়া সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, চৌরাস্তা মোড়ে একটি সিএনজি চালিত অটোরিকশায় বসেছিলেন রিয়াদ।
এসময় বিভিন্ন দিক থেকে বেশ কয়েকজন তরুণ এসে অটোরিকশার ভেতরেই তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত রিয়াদকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
আরও পড়ুনগতকাল সোমবার সদর থানার উপ-পরিদর্শক প্রনয় কুমার জানান, গতকাল রোববার বিকেলে চাপাতিসহ দেশীয় অস্ত্র দিয়ে কলেজ ছাত্র রিয়াদকে কুপিয়ে জখম করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যেই হত্যাকান্ডে জড়িত তিন জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসা করা হচ্ছে।
মন্তব্য করুন







