প্রকাশ : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৯:৪৩ রাত
প্রয়াত জাকির বদলি কোচ নিয়োগ ঢাকা ক্যাপিটালসের
প্রয়াত জাকির বদলি কোচ নিয়োগ ঢাকা ক্যাপিটালসের
বিপিএলের দল ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহাবুব আলী জাকি গত ২৭ ডিসেম্বর ইন্তেকাল করেছেন। দেশের ক্রীড়াঙ্গনকে স্তব্ধ করে দিয়ে না ফেরার দেশে চলে গিয়েছেন জাকি। দেশের নামী এই কোচ অনেক ক্রিকেটারের সরাসরি কোচ ছিলেন।
ঢাকা ক্যাপিটালসের নতুন সহকারী কোচ আশিকুর রহমান মজুমদার।
চলতি বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচের দায়িত্বে ছিলেন জাকি। ২৭ ডিসেম্বর রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ খেলতে যথারীতি মাঠে আসেন দলের সাথে। শিষ্যদের সাথে করছিলেন অনুশীলন। ম্যাচের ঠিক আগে মাঠেই লুটিয়ে পড়েন জাকি। করেন হার্ট অ্যাটাক। সাথে সাথে অ্যাম্বুলেন্স চলে আসে মাঠে। দ্রুত নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালেও। তবে শেষ রক্ষা হয়নি। সবাইকে স্তব্ধ করে দিয়ে না ফেরার দেশে চলে গেছেন জাকি।
হুট করেই জাকির এমন চিরবিদায়ে শোকের ছায়া দেশের ক্রীড়াঙ্গনে। পরে মাঠেই হয়েছিল জাকির নামাযে জানাজা। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা থেকে শুরু করে অনেক ক্রিকেটারই ফেসবুকে বার্তা দিয়ে নিজেদের শোক প্রকাশ করেছে। ঢাকাও নিজেদের প্রথম জয় উৎসর্গ করেছে কোচ জাকিকে। আয়োজন করা হয়েছে বিশেষ দোয়াও।
এবার নতুন সহকারী কোচ হিসেবে আশিকুর রহমান মজুমদারকে নিয়োগ দিয়েছে ঢাকা ক্যাপিটালস। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





