ভিডিও সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৪:৪৬ দুপুর

ফাহিম-মুস্তাফিজদের বোলিংয়ে ১০২ রানে গুটিয়ে গেল চট্টগ্রাম

ফাহিম-মুস্তাফিজদের বোলিংয়ে ১০২ রানে গুটিয়ে গেল চট্টগ্রাম,ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নিলেও দ্বিতীয় ম্যাচেই ছন্দপতন চট্টগ্রাম রয়্যালসের। রংপুর রাইডার্সের মুস্তাফিজুর রহমান ও ফাহিম আশরাফদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১০২ রানেই গুটিয়ে গেল তারা। ফলে জিততে হলে রংপুরকে করতে হবে ১০৩ রান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুতে টস জিতে চট্টগ্রাম রয়্যালসকে ব্যাট করার আমন্ত্রণ জানান রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। নাহিদ রানার করা ইনিংসের প্রথম বলেই সাজঘরের পথ ধরেন চট্টগ্রামের ইংলিশ ব্যাটার অ্যাডাম রশিংটন। আউট হওয়ার আগে করেন মাত্র ১ রান। দ্বিতীয় উইকেটে শুরুর চাপ সামলে নেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও মির্জা বেগ। কিন্তু কেউই ব্যক্তিগত ইনিংসটা বড় করতে পারেননি। ২৪ বলে ২০ রানে বেগ ও ২০ বলে ৩৯ রানে নাঈম আউট হন। এরপর ফাহিম আশরাফ ও মুস্তাফিজুর রহমানদের বোলিং তোপে মাথা তুলে দাঁড়াতেই পারেননি কেউ। শেষ আটজন ব্যাটারের দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছেন মাত্র একজন। ২১ বলে ১৩ রান করেন আবু হায়দার রনি। এছাড়া মাহমুদুল হাসান জয় ০, মাহফিজুল ইসলাম ১, মাসুদ গুরবাজ ৯, শেখ মেহেদী হাসান ১, তানভীর ইসলাম ৬, শরিফুল ইসলাম ৬ ও মুকিদুল ইসলাম ১ রান করেন।

আরও পড়ুন

রংপুর রাইডার্সের সবচেয়ে সফল বোলার ফাহিম আশরাফ। একাই পাঁচটি উইকেট নেন তিনি। দুটি উইকেট নেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন তিনজন বোলার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাহিম-মুস্তাফিজদের বোলিংয়ে ১০২ রানে গুটিয়ে গেল চট্টগ্রাম

পাকিস্তানি সঞ্চালকের মুখে ‘রোকেয়ার’ কথা শুনে, চমকে গেলেন ‘কাবিলা’

বৈরি আবহাওয়ায় বিপর্যস্ত গাজা, সাহায্য সরবরাহে বাধা ইসরায়েলের

মেসি-রোনালদোকে ছাড়িয়ে গেলেন দেম্বেলে!

তাইওয়ানের চারপাশে বড় ধরনের সামরিক মহড়া চীনের

দীর্ঘদিন পর দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে: মির্জা ফখরুল