ভিডিও সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৯:১৮ রাত

বগুড়ার তালোড়ায় ব্যাডমিন্টন খেলা নিয়ে দুই গ্রামের মারামারি, ভাঙচুর

বগুড়ার তালোড়ায় ব্যাডমিন্টন খেলা নিয়ে দুই গ্রামের মারামারি, ভাঙচুর

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় দুই গ্রামবাসীর মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহতসহ দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার রাতে ও আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকালে।

জানা গেছে, উপজেলার তালোড়ার বাঁশোপাতা গ্রামের কয়েকজন যুবক ব্যাডমিন্টরন খেলার আয়োজন করেন। চ্যাম্পিয়ন দলকে খাসি (ছাগল) ও রানার্সআপ দলকে দু’টি হাঁস পুরস্কার দেওয়ার কথা। গতকাল রোববার এই ফাইনাল খেলা তালোড়া খাদ্যগুদাম সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে তালোড়া পৌরসভার মেয়র আব্দুল জলিল উপস্থিত ছিলেন।

পুগইল একাদশ বনাম নিশিন্দারা একাদশ এই ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। খেলার মাঝে ছোট্ট একটা সিদ্ধান্তকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে দুই গ্রামের উপস্থিত দর্শকের মাঝে মারামারি শুরু হয়। উত্তেজনা বেড়ে গেলে আয়োজকরা খেলা স্থগিত করে দেন। এরপরও দুই গ্রামবাসীর মধ্যে মারামারি হতে থাকে।

আরও পড়ুন

খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ দিকে এই ঘটনার জের ধরে আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকালে নিশিন্দারা গ্রামের ৬০ থেকে ৭০ জন লোকা লাটিসোটা হাতে নিয়ে বাঁশোপাতা পুগইল ধানপূজা গ্রামের দিকে আসে। এসময় তারা খাদ্যগুদাম সংলগ্ন আব্দুল জলিল প্রামানিকের হোটেল এন্ড রেস্টুরেন্টসহ ফয়সালের চায়ের দোকান ভাঙচুর করে। এরপর ধানপূজা বাঁশোপাতা গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হয়ে ধাওয়া করলে তারা পালিয়ে যান।

এ ব্যাপারে সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার জানান, ছোট্ট একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে মারপিটের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। দুই গ্রামের মধ্যে এখনো উত্তেজনা বিরাজ করছে। রাতে ও সকালে দুইদফা পুলিশ এসে সকলকে শান্ত থাকতে বলে, এরপরও উত্তেজনা রয়েছে। তিনি উভয় গ্রামবাসীকে নিয়ে বিষয়টি নিরসনের চেষ্টা করছেন বলে জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার তালোড়ায় ব্যাডমিন্টন খেলা নিয়ে দুই গ্রামের মারামারি, ভাঙচুর

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, ভরিতে কত?

বাবরের আসনে প্রার্থী হলেন স্ত্রীও

বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য বাবলু ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

১ ডলার=১৪২০০০০ রিয়াল, ক্ষোভে উত্তাল ইরান

গোপালগঞ্জে বাসচাপায় পুলিশ কনস্টেবল নিহত