ভিডিও সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৯:১০ রাত

দুদক আইনে মামলা

বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য বাবলু ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য বাবলু ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

কোর্ট রিপোর্টার : তথ্য গোপন করে জ্ঞাত আয় বহির্ভূতভাবে ১ কোটি ২ লাখ ৬ হাজার ২৯৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে দায়েরকৃত মামলায় বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম বাবলু (৬৩) এবং তার স্ত্রী বিউটি খাতুনের (৫৫) বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

উল্লেখ্য, দুদক থেকে সাবেক সংসদ সদস্য রেজাউল করিম বাবলু এবং তার স্ত্রী বিউটি খাতুনের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে তাদের সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ জারি করা হয়। ওই নোটিশ প্রাপ্তির পর রেজাউল করিম বাবলু এবং তার স্ত্রী বিউটি খাতুন পৃথকভাবে তাদের সম্পদের বিবরণী দুদক বগুড়া জেলা কার্যালয়ে দাখিল করেন।

উক্ত সম্পদ বিবরণী দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে যাচাই ও অনুসন্ধান করে দুদক জেলা কার্যালয় বগুড়ার তৎকালীন উপপরিচালক জাহাঙ্গীর আলম বাদি হয়ে গত বছরের ২৫ মার্চ জেলা কার্যালয়ে ওই দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার প্রথমে দুদক বগুড়া জেলা কার্যালয়ের এডি তারিকুর রহমান এবং পরে এডি জহিদুল আসলামের ওপর অর্পণ করা হয়।

আরও পড়ুন

জাহিদুল ইসলাম তদন্ত শেষে ওই আসামিদের বিরুদ্ধে তথ্য গোপন করে জ্ঞাত আয় বহির্ভূতভাবে উল্লেখিত পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়ায় বগুড়ার অবকাশকালীন সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

ওই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও হুলিয়া জারির জন্য অভিযোগপত্রে আবেদন করা হয়েছে। আসামি রেজাউল করিম বাবলু শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর আকন্দপাড়ার মৃত ময়েন উদ্দিন গোলবাগীর ছেলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য বাবলু ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

১ ডলার=১৪২০০০০ রিয়াল, ক্ষোভে উত্তাল ইরান

গোপালগঞ্জে বাসচাপায় পুলিশ কনস্টেবল নিহত

বগুড়া-১ আসনে বিএনপির ২ প্রার্থীসহ মনোনয়নপত্র জমা দিলেন ৭ জন

বরিশাল-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ব্যারিস্টার ফুয়াদ

বগুড়ার নন্দীগ্রামে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, মাধ্যমিকে বই সংকট