ভিডিও রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৯:৫০ রাত

বছরের শেষে ও নতুন বছরের শুরুতে স্টেজ শোতে বৃষ্টি

নিশ্চুপ বৃষ্টি

অভি মঈনুদ্দীন: এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী নিশ্চুপ বৃষ্টির ২০২৫ সালটা বেশ ভালোভাবেই কেটেছে। বিশেষত বছরজুড়ে বেশ কিছু স্টেজ শো’তে গানে গানে দর্শক শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি। এমন কী বছরের শেষপ্রান্তে এসেও স্টেজ শোতে দর্শক শ্রোতাদের মুগ্ধ করবেন। আবার বছরের শুরুতেও ঠিক তাই। ২০২৫ সালে নিশ্চুপ বৃষ্টির শেষ স্টেজ শো আগামী ৩০ ডিসেম্বর ঢাকাতে। থার্টি ফার্স্ট নাইটে তিনি কোনো শোতে গান গাইছেন না। এমনটাই নিশ্চিত করেছেন বৃষ্টি।

আবার নতুন বছরেরর শুরুতেই অর্থাৎ ২ জানুয়ারি তিনি গাজীপুরে একটি স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করবেন বলে নিশ্চিত করেছেন তিনি।

নিশ্চুপ বৃষ্টি বলেন,‘ চলতি বছরটা স্টেজ শোতে বেশ ভালোই কেটেছে। যতোদূর আমি জানি এই বছরের শুরুতে স্টেজ মৌসুমটা ঠিক তেমন ভালো ছিলো না। তারপরেও গত দুই/তিন মাসে দেশজুড়ে বেশকিছু স্টেজ শো হয়েছে। আবার মাঝে মাঝে কিছু শো বাতিলও হয়েছে নানান কারণে। এরমধ্যে আমিও কিছু স্টেজ শো করতে পেরেছি। বছরের শেষপ্রান্তে এসে ৩০ ডিসেম্বর চলতি বছরের শেষ স্টেজ আমার। আবার বছরের শুরুতে অর্থাৎ ২ জানুয়ারির শো দিয়ে ২০২৬-এর স্টেজ শো শুরু হচ্ছে আমার। ২০২৫-এর শেষ দিনটা এবং ২০২৬-এর শুরুর দিনটা আমি পরিবারের সাথেই কাটানোর চেষ্টা করছি।’

আরও পড়ুন

এরইমধ্যে বৃষ্টি তারেক আনন্দের কথায় ও অয়ন চাকলাদারের সুর সঙ্গীতে ‘ঘুম ঘুম চোখ’ শিরোনামের একটি গান গেয়েছেন। এতে বৃষ্টির সহশিল্পীও অয়ন চাকলাদার। গানটি শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

নিশ্চুপ বৃষ্টি ‘বাংলাদেশী আইডল’খ্যাত একজন সঙ্গীতশিল্পী। নিশ্চুপ বৃষ্টির কন্ঠে জনপ্রিয় গানেরমধ্যে রয়েছে ‘আজ ভালোবাসোনা’ (সহশিল্পী ইমরান), ‘দিলের রাণী’ (সহশিল্পী আরিফিন রুমী), ‘যদি হাতটা ধরো’ (সহশিল্পী ইমরান), ‘আমি নেই আমাতে’(সহশিল্পী ইমরান) ইত্যাদি। স্টেজ শোতে বৃষ্টি সাধারণত নিজের মৌলিক গান গাওয়ার পাশাপাশি বাংলাদেশ ও ভারতের প্রখ্যাত শিল্পীদের জনপ্রিয় গানগুলোও পরিবেশন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বছরের শেষে ও নতুন বছরের শুরুতে স্টেজ শোতে বৃষ্টি

দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

সিরাজগঞ্জের তাড়াশে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ পুকুর খনন এখন ওপেন সিক্রেট

জামায়াতের জোটে যে ১০ দল

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র দাখিল

‘রইদ’ নিয়ে আশাবাদী তুষি