ভিডিও রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৯:২৫ রাত

‘রইদ’ নিয়ে আশাবাদী তুষি

অভিনেত্রী নাজিফা তুষি।

অভিনেত্রী নাজিফা তুষি। ২০২২ সালে বড় পর্দায় মুক্তিপ্রাপ্ত ‘হাওয়া’ সিনেমা দিয়ে আলোচনায় আসেন তিনি। তারও আগে ‘আইসক্রিম’ ছবিতে অভিনয় করেন। তবে ‘হাওয়া’র পর দীর্ঘ সময় তাকে আর বড় পর্দায় দেখা যায়নি।

এতদিন চুপিসারে থাকার পর অবশেষে নীরবতা ভেঙ্গে সামনে ফিরেছেন নায়িকা। মেজবাউর রহমান সুমনের পরিচালনায় ‘রইদ’ নিয়ে হাজির হচ্ছেন তিনি। এরই মধ্যে সিনেমাটি বিশ্বের অন্যতম সম্মানজনক চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম (আইএফএফআর)’র ৫৫তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার কম্পিটিশনে’ নির্বাচিত হয়েছে। এই অর্জনের মাধ্যমে বাংলাদেশি চলচ্চিত্রে নতুন এক ইতিহাস তৈরি হয়েছে।

সিনেমাটিতে ‘সাদুর বউ’ চরিত্রে অভিনয় করছেন তুষি। চরিত্রে নিজেকে রূপায়ণ করতে করেছেন অনেক সংগ্রাম। গায়ে সরিষার তেল মেখে রোদে দাঁড়িয়ে থাকা থেকে শুরু করে ছয় মাস চুলে শ্যাম্পুবিহীন কাটিয়ে দিয়েছেন অভিনেত্রী। এমনকি ত্বকে নেননি কোনো প্রসাধনী। পরতেন সেকেন্ড হ্যান্ড জামা। সেই পরিশ্রম অবশেষে স্বার্থক হচ্ছে তুষির। ‘রইদ’ মুক্তি পাবে নতুন বছরেই।

আরও পড়ুন

এদিকে, চলতি বছরের শেষে তার আরও একটি সিনেমা ‘সখী রঙ্গমালা’ মুক্তির কথা রয়েছে। এন রাশেদ চৌধুরী পরিচালিত সিনেমাটি সরকারি অনুদানে ২০০ বছরের পুরনো ইতিহাস ও আধ্যাত্মিক আবহে নির্মিত।

তুষি বলেন, আপাতত ‘রইদ’ নিয়েই থাকতে চাই, ভাবতে চাই। ছবিটির জন্য অনেক পরিশ্রম করেছি। আশা করছি, ফলাফল নিশ্চয়ই মিলবে ছবিটি মুক্তি পেলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘রইদ’ নিয়ে আশাবাদী তুষি

ঢাকা-১৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মামুনুল হক

আমরা বিএনপি পরিবার’র উদ্যোগে বগুড়া শহরে ডাস্টবিন স্থাপন

জাতীয় স্মৃতিসৌধে নতুন প্রধান বিচারপতির শ্রদ্ধা

কক্সবাজার-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমদ

ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে মনোনয়নপত্রে সই করলেন তারেক রহমান