ভিডিও রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৩:১৬ দুপুর

বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত 

বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত, ছবি: প্রতিকী ।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আবু বক্কর সিদ্দিকী (২৫) এক ক্ষুদ্র ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি নন্দীগ্রাম পৌর এলাকার বৈলগ্রামের আমির হোসেনের ছেলে। নিহত আবু বক্কর সিদ্দিকী একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। গত শনিবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এর আগে গত শুক্রবার রাতে ওমরপুর-তালোড়া আঞ্চলিক মহাসড়কের ওমরপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের রেলিংয়ের সাথে সজোরে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাতে তার মৃত্যু হয়। 

নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে ওমরপুরের হাট থেকে দোকানদারি শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিনি। ঘটনাস্থলে পৌঁছালে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

আরও পড়ুন

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, আজ রোববার দুপুরে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত যুবকটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত 

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতসহ আট দল

বগুড়ার ধুনটে ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রথমবারের মতো গুলশান কার্যালয়ে তারেক রহমান

শহিদ হাদি হত্যার বিচার দাবিতে আজও উত্তাল শাহবাগ

এবার এনসিপি থেকে পদত্যাগ করে যা বললেন তাজনূভা জাবীন