প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে পারবেন না শিক্ষক-কর্মচারীরা
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচার প্রচারনায় অংশ নিতে পারবেন না শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা। এমন নির্দেশনা দিয়েছেন রংপুরের মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. পারভেজ। তিনি নির্বাচন কমিশনের সূত্র মোতাবেক এমন নির্দেশনা দিয়ে উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে চিঠি দিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. পারভেজ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা কোন প্রার্থীর পক্ষে নির্বাচনি জনসংযোগ ও প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন না।
আরও পড়ুনকোন শিক্ষক-কর্মচারী নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করলে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের সামিল হবে। যাদের বিরুদ্ধে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্বাচন কমিশনে লিখিতভাবে অবহিত করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন







