ভিডিও শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৭ ডিসেম্বর, ২০২৫, ১১:১৬ রাত

সিরাজগঞ্জের রায়গঞ্জে জলাবদ্ধতায় ২ হাজার বিঘা জমি এখন অনাবাদি

সিরাজগঞ্জের রায়গঞ্জে জলাবদ্ধতায় ২ হাজার বিঘা জমি এখন অনাবাদি। ছবি : দৈনিক করতোয়া

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে জলাবদ্ধতায় ৪ গ্রামের প্রায় ২ হাজার আবাদি জমি এখন অনাবাদি হয়ে পড়ে থাকায় জমি মালিকদের মাঝে হতাশা দেখা দিয়েছে। আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে দেখা যায়, উপজেলার সোনাখাড়া ইউনিয়ন ও ধুবিল ইউনিয়নের ৪ গ্রামের প্রায় ২ হাজার আবাদি জমি দীর্ঘদিন জলাবদ্ধতার কারণে এখন অনাবাদি হয়ে পড়ে আছে।

যার ফলে প্রান্তিক পর্যায়ের কৃষকের মাঝে হতাশা দেখা দিয়েছে। আর যেখানে সেখানে আবাদিতে পুকুর খনন করায় পানি নিষ্কাশনের গতিপথ বন্ধ হয়ে গেছে মর্মে অভিযোগ করেন প্রান্তিক পর্যায়ের কৃষকেরা। ক্ষতিগ্রস্থ ৪ গ্রাম হলো- শ্রীরামপুর, গোপালপুর, কলিয়া ও গোপিনাথপুর।

এখানকার স্থানীয় কৃষক ও ক্ষতিগ্রস্থ জমির মালিক আব্দুল কুদ্দুস সরকার, করিম তালুকদার, খলিলুর রহমান, আব্দুল হাদি তালুকদার ও রেজাউল করিম জানান, দীর্ঘ ৮ বছর হলো আমাদের এই জমিতে শুধু বছরে এক ইরি, বোরো ধান চাষাবাদ হয়। আর আমন ধান চাষাবাদ হয় না। তার বড় কারণ হলো জলাবদ্ধতা। বৃষ্টি মৌসুমে সামান্য বৃষ্টি হলেই এমন জলাবদ্ধতা সৃষ্টি হয়।

আরও পড়ুন

আর প্রয়োজনীয় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা আরো বেড়ে যায়। আর এই জলাবদ্ধতা দীর্ঘদিন থাকায় আমরা এই জমি চাষাবাদ করতে পারি না। এব্যাপারে সোনাখাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জাব্বার জানান, গত ৩ মাস আগে জলাবদ্ধতা স্থান উপজেলা প্রশাসন সহ আমরা পরিদর্শন করেছি।

আগামীতে জলাবদ্ধতা দূরীকরণের ব্যবস্থা গ্রহণ করা হবে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: আবদুল খালেক পাটোয়ারী এর কাছে জানতে চাওয়া হলো তিনি বলেন, জলাবদ্ধতা নিরাসন কল্পে প্রয়োজনীয় পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের রায়গঞ্জে জলাবদ্ধতায় ২ হাজার বিঘা জমি এখন অনাবাদি

রাজশাহীতে পুলিশের অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেফতার ১৭

পঞ্চগড় সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টা, চোরাকারবারি আটক

সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধ ইটভাটায় ১৮ লাখ জরিমানা আদায়

রংপুরের কাউনিয়ায় বাসচাপায় অটোচালক নিহত, মহাসড়ক অবরোধ 

রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন একজনের জরিমানা