ভিডিও শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৭ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৪ রাত

জয়পুরহাটের পাঁচবিবিতে ব্যাংক কর্মকর্তার বাড়িতে চুরি, স্বর্ণসহ ১০ লাখ টাকার মালামাল লুট

জয়পুরহাটের পাঁচবিবিতে ব্যাংক কর্মকর্তার বাড়িতে চুরি, স্বর্ণসহ ১০ লাখ টাকার মালামাল লুট

জয়পুরহাট প্রতিনিধি : পাঁচবিবিতে ব্যাংক কর্মকর্তার বাড়ির গ্রিল কেটে আলমারি থেকে ৫ ভরি স্বর্ণালঙ্কারসহ ১০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা। গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় ব্যাংক কর্মকর্তা তার পরিবারের লোকজনকে নিয়ে গ্রামের বাড়িতে যান।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) থানায় এ ঘটনায় অভিযোগ দায়ের করেন তিনি। ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা মেহেদী হাসান সোনালী ব্যাংক পাঁচবিবি শাখায় কর্মরত। তিনি পাঁচবিবি পৌরসভার সরকারপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করেন।

ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় ব্যক্তিগত প্রয়োজনে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গ্রামের বাড়িতে যান মেহেদী হাসান। আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ভাড়া বাড়ির মালিক তাকে ফোন করে বাসার জানালার গ্রিল কাটার কথা জানান। খবর পেয়ে তিনি বাসায় ফিরে ঘরের আসবাবপত্র ছড়িয়ে-ছিটিয়ে এবং আলমারির তালা ভাঙা দেখতে পান।

আরও পড়ুন

ব্যাংক কর্মকর্তা মেহেদী হাসান জানান, তাদের অনুপস্থিতির সুযোগে চোরচক্র জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে আলমারির ড্রয়ার ও বাক্সের তালা ভেঙে প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার এবং ২১ হাজার টাকা নিয়ে গেছে। লুট হওয়া স্বর্ণালঙ্কারের বর্তমান বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে দাবি করেন তিনি, যা অভিযোগপত্রে উল্লেখ করা আছে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের পাঁচবিবিতে ব্যাংক কর্মকর্তার বাড়িতে চুরি, স্বর্ণসহ ১০ লাখ টাকার মালামাল লুট

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চায় জামায়াতে ইসলামী : এটিএম আজাহারুল ইসলাম

রংপুরে ফুটপাতই নিম্ন আয়ের মানুষের ভরসা

বগুড়া-৩ আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন আব্দুল মহিত তালুকদার

শহিদ হাদি চত্বর যেন মানব সমুদ্র