ফেসবুকে নতুন পেজ খুললেন আসিফ মাহমুদ
নিজের ভেরিফায়েড অফিসিয়াল পেজটি রিমুভ হওয়ার পর নির্বাচনী প্রচারণা চালাতে ‘Asif for Dhaka 10’ নামে নতুন একটি ফেসবুক পেজ খুলেছেন সাবেক উপদেষ্টা ও ঢাকা-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে আসিফ মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন এই পেজের কথা জানান।
আরও পড়ুনআসিফ মাহমুদ এক পোস্টে লেখেন, আমার পেজটি রিমুভ করে দেওয়ায় এখন থেকে নির্বাচনী কার্যক্রমের আপডেট এই পেজে দেওয়া হবে। Asif for Dhaka 10 (জুলাইয়ের চেতনা বুকে নিয়ে, আগামীর ঢাকা-১০ গড়ার প্রত্যয়ে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1766757216.jpg)
_medium_1766756579.jpg)
_medium_1766752574.jpg)
_medium_1766751479.jpg)




