ভিডিও শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫৫ বিকাল

১৫ বছর আগে সংসদে বলেছিলাম তারেক রহমান আসবেন : পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নিজের ১৫ বছর আগের এক বক্তব্যের কথা স্মরণ করেছেন। ১৫ বছর আগে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, ‘তারেক রহমান আসবেন’।
 
 
গতকাল বৃহস্পতিবার দীর্ঘ ১৭ বছর পর সপরিবারে দেশে ফিরেছেন তারেক রহমান। তার দেশে ফেরার পর আজ শুক্রবার স্মৃতিচারণা করে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দেন আন্দালিব রহমান পার্থ।
 
 
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর এখন বাংলাদেশে। আজ থেকে প্রায় ১৫ বছর আগে সংসদে দাঁড়িয়ে বলেছিলাম ‘তারেক রহমান আসবেন’ আর বাংলাদেশের জনগণই ঠিক করবেন তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ। সেই সময় দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর সামনে কথাটা বলা সহজ ছিল না।”
 
 
পার্থ বলেন, ‘আমি গণনা করে বলিনি, ভবিষ্যদ্বাণীও করিনি, কেবলমাত্র দৃঢ় বিশ্বাস থেকে বলেছিলাম।
 
 
আমার বিশ্বাস ছিল যে তারেক রহমানের মতো জনগণের এক নেতার রাজনৈতিক ভবিষ্যৎ কোনো জজ সাহেবের কলমের খোঁচা দিয়ে নির্ধারিত হয় না, সেটা নির্ধারিত হয় আল্লাহর ইচ্ছায়, জনগণের মাধ্যমে সঠিক সময়ে।’
 
 
পোস্টে শেষে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির লাখ লাখ নেতাকর্মীকে অভিনন্দন জানান আন্দালিব রহমান পার্থ।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ বছর আগে সংসদে বলেছিলাম তারেক রহমান আসবেন : পার্থ

অনাদায়ী মোহর স্ত্রীকে দিতে হবে নাকি শ্বশুর-শাশুড়িকে?

তারেক রহমানের ভোটার হতে আইনি কোন বাধা নেই: ইসি মাছউদ

৫০ জনকে নিয়োগ দেবে ওয়ালটন, লাগবে এসএসসি পাস

তারেক রহমানের প্রত্যাবর্তনে নতুন আশার আলো খুঁজে পেয়েছি: বাঁধন

একসঙ্গে জায়েদ-ফারিয়া