আফগানদের হারিয়ে তৃতীয় বাংলাদেশ
স্পোর্টস ডেস্কঃ মালদ্বীপে অনুষ্ঠিত কাবা কাপ টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ নারী ভলিবল দল। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আফগানিস্তানকে সরাসরি ৩-০ সেটে পরাজিত করে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ।
মালেতে অনুষ্ঠিত ম্যাচের প্রথম সেটে ২৫-২০ পয়েন্টে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় সেটেও একই ব্যবধানে ২৫-২০ পয়েন্টে এগিয়ে যায় দলটি। ম্যাচে টিকে থাকতে তৃতীয় সেটে আফগানিস্তানের জয়ের প্রয়োজন থাকলেও তারা কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। তৃতীয় সেটে মাত্র ১৫ পয়েন্ট তুলতে সক্ষম হয় স্বাগতিকরা, বিপরীতে ২৫ পয়েন্ট পূর্ণ করেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।
আরও পড়ুনসেন্ট্রাল এশিয়ার এই টুর্নামেন্টে অংশ নেয় স্বাগতিক মালদ্বীপ, কিরগিজস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ।
মন্তব্য করুন


_medium_1766686647.jpg)
_medium_1766686069.jpg)

_medium_1766667022.jpg)

_medium_1766690833.jpg)

_medium_1766689065.jpg)