বগুড়ার নন্দীগ্রামে অবৈধ পুকুর খননের দায়ে এক্সেভেটরের ব্যাটারি জব্দ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খননের দায়ে একটি মালিকানাবিহীন এক্সেভেটরের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামে অভিযান চালিয়ে এ ব্যাটারি জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার।
জানা যায়, কাথম গ্রামে অনুমোদন ছাড়াই পুকুর খনন করা হচ্ছে এমন সংবাদেরভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সেখানে একটি এক্সেভেটর পাওয়া গেলেও এর মালিক বা চালক কাউকে পাওয়া যায়নি। দীর্ঘ সময় অপেক্ষার পর কাউকে না পেয়ে এক্সেভেটরের ব্যাটারি জব্দ করে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুনএবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার জানান, সরকারি নিয়ম অমান্য করে অবৈধভাবে পুকুর খনন করা হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। মালিকানা নিশ্চিত না হওয়ায় প্রাথমিকভাবে ব্যাটারি জব্দ করা হয়েছে। অবৈধ খননের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন








