৩০ হাজার পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার
স্টাফ রিপোর্টার : ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শামিম (৩০) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে নাটোরের বড়াইগ্রামের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে মানিকপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি ট্রাক আটক করা হয় (ঢাকা মেট্রো ট ২২৯৪৪৩)। এরপর ট্রাকে তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবাসহ শামিমকে গ্রেফতার করে হাইওয়ে পুলিশ।
বগুড়া হাইওয়ে পুলিশ রিজিয়ন এর পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) মো: শহিদ উল্লাহ দৈনিক করতোয়াকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে পুলিশ ওই ট্রাক আটক করে তল্লাশি চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই কারবারিকে গ্রেফতার করে। গ্রেফতার মো. শামিম পাবনার সাথিয়া উপজেলার খালইভরা গ্রামের খোরশেদ আলমের ছেলে। আটক মাদকের মূল্য ৯০ লাখ টাকা।
আরও পড়ুনমন্তব্য করুন







