দিনাজপুরের পার্বতীপুরে ১৩৫ বোতল মাদকদ্রব্যসহ গ্রেফতার ১
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে ১৩৫ বোতল মাদকদ্রব্যসহ শামীম হোসেন ওরফে গুড্ডু (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সে শহরের গুলপাড়া মহল্লার ইব্রাহিম হোসেনের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ এমএ ফারুকের নেতৃত্বে পুলিশ গতকাল বুধবার দিবাগত রাতে পার্বতীপুর শহরের গুলপাড়া মহল্লার কবরস্থানের দক্ষিণে শামীম হোসেনের বাড়িতে অভিযান চালায়।
আরও পড়ুনএসময় তার বাসায় বাথরুমের সামনে মাটির নিচে গর্ত করে পুঁতে রাখা প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ১৩৫ বোতল মাদকদ্রব্য উদ্ধারসহ শামীমকে গ্রেফতার করা হয়। এরমধ্যে ৮ বোতল ফেয়ারড্রিল এবং ৫৫ বোতল উইনসারেক্স রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
মন্তব্য করুন

_medium_1766675523.jpg)



_medium_1766673968.jpg)


