কালীগঞ্জের ট্রেনের কাটা পড়ে ৩ জনের মৃত্যু
গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দেওয়ালেরটেক এলাকায় রাস্তায় পাশে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি আড়িখোলা স্টেশনের পূর্ব পাশ দিয়ে যাওয়ার সময় দেওয়ার টৈকের মোবারকের স্ত্রী সাদিয়া ও একই গ্রামের বাবুর মেয়ে অনাদ্রী এবং মোবারকের শাশুড়ি কমলা ট্রেনে কাটা পড়েন।
আরও পড়ুনএতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। গুরুতর আঘাতপ্রাপ্ত অনাদ্রীকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা. মো. জিয়াউর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1766673968.jpg)





