প্রকাশ : ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৯:১৯ রাত
বগুড়া-৬ আসনে বাসদ মনোনীত দিলরুবা নূরী মনোনয়নপত্র সংগ্রহ
বগুড়া-৬ আসনে বাসদ মনোনীত দিলরুবা নূরী মনোনয়নপত্র সংগ্রহ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ সদর আসনে বাসদ মনোনীত গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট সমর্থিত প্রার্থী এড. দিলরুবা নূরী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন-গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট জেলা সমন্বয়ক জেলা সিপিবি’র সাবেক সভাপতি জিন্নাতুল ইসলাম জিন্না, বাসদ জেলা আহ্বায়ক এড. সাইফুল ইসলাম পল্টু, সিপিবি জেলা সভাপতি আমিনুল ফরিদ, বাসদ নেতা সাইফুজ্জামান টুটুল, এড. শ্যামল বর্মন, এড. রাধা রানী বর্মন, নিয়তি সরকার প্রমুখ।
আরও পড়ুনমন্তব্য করুন

_medium_1766675523.jpg)


_medium_1766673968.jpg)



