ভিডিও বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৩:৪৫ দুপুর

‘দ্য লায়ন কিং’ অভিনেত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, প্রেমিক গ্রেপ্তার

‘দ্য লায়ন কিং’ অভিনেত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, প্রেমিক গ্রেপ্তার, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : মার্কিন অভিনেত্রী ইমানি ডিয়া স্মিথ মারা গেছেন। রবিবার (২১ ডিসেম্বর) নিউ জার্সির এডিসনের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার বয়স হয়েছিল ২৫ বছর। পিপল এ খবর প্রকাশ করেছে।   

এ প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২১ ডিসেম্বর নিউ জার্সির এডিসনের একটি বাড়িতে ইমানি স্মিথকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। পরে কেউ একজন ৯১১ নম্বরে ফোন করে ছুরিকাঘাতের ঘটনার খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রসিকিউটরদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিউ ব্রান্সউইকের রবার্ট উড জনসন ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ইমানিকে মৃত ঘোষণা করেন। 

এডিসন পুলিশ ডিপার্টমেন্টের প্রধান থমাস ব্রায়ান জানিয়েছেন, ২৩ ডিসেম্বর, ইমানি স্মিথের প্রেমিক জর্ডান ডি. জ্যাকসন-স্মলকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।  ইমানি স্মিথের খালা কিরা হেলপার পরিবারের পক্ষ থেকে গোফান্ডমি পেজ খুলেছেন। তাতে তিনি লেখেন, ইমানি ৩ বছরের একটি পুত্রসন্তান রেখে গেছেন। বাবা-মা, দুই ছোট ভাইবোন ইমানিকে গভীরভাবে ভালোবাসার চাদরে রেখেছিলেন।

আরও পড়ুন

গোফান্ডমির মাধ্যমে এখন পর্যন্ত ৪৬ হাজার মার্কিন ডলার সহযোগিতা পাওয়া গেছে। সংগৃহীত অর্থ ব্যয় করা হবে ইমানির শেষকৃত্য, স্মরণসভা, স্মিথের বাড়ির ক্রাইম সিন পরিষ্কার, পরিবারের জন্য ট্রমা থেরাপি, তার মৃত্যুকে ঘিরে চলমান ফৌজদারি মামলার আইনি ও প্রশাসনিক খরচ, স্মিথের ছেলে ও কুকুরের জন্য।  ২০১১ থেকে ২০১২ সাল পর্যন্ত ‘দ্য লায়ন কিং’-এ শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন ইমানি। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘দ্য লায়ন কিং’ অভিনেত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, প্রেমিক গ্রেপ্তার

ফ্রান্সের কাছে আনুষ্ঠানিক ক্ষমা ও ক্ষতিপূরণ দাবি আলজেরিয়ার

দেশে ফিরলেন তাসকিন-মোস্তাফিজ

ভেনেজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্রের ১৫ হাজার সেনা-রণতরী মোতায়েন

এভারকেয়ার হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার

তারেক রহমানকে স্বাগত জানালেন জামায়াত আমির