গণসংবর্ধনাস্থলের পথে তারেক রহমান
বিমানবন্দরে যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি গেটে বুলেটপ্রুফ বাসে সড়ক পথে রওয়না হয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক। কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে তাকে বহনকারী বাসটি বিমানবন্দর এলাকা থেকে রওয়ানা হয়।

সড়কে দুই ধারে সরকারের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তার মধ্যেই লাখো মানুষের উপস্থিতি রয়েছে। তারেক রহমান বাসের সামনে দাঁড়িয়ে হাত নেড়ে আগত মানুষকে শুভেচ্ছা জানাচ্ছেন।

এর আগে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বিমানবন্দরের সিআইপি গেটে বিশেষভাবে প্রস্তুত এই বাসটি লাল ও সবুজ রঙে সজ্জিত। বাসটির গায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় আকারের প্রতিকৃতি রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






