ভিডিও মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৩ ডিসেম্বর, ২০২৫, ০১:৩৭ রাত

যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদের বেতন দেবে আইসিসি

ছবি: সংগৃহীত, যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদের বেতন দেবে আইসিসি

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্রিকেটে চলমান অচলাবস্থায় দেশটির ক্রিকেটারদের স্বার্থ রক্ষায় সরাসরি উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসির সাময়িক নিষেধাজ্ঞা ও দেউলিয়া পরিস্থিতির কারণে বর্তমানে যুক্তরাষ্ট্র জাতীয় দলের ক্রিকেটারদের বেতন পরিশোধের দায়িত্ব নিজ হাতে নিয়েছে সংস্থাটি।

আইসিসি জানিয়েছে, স্থগিতাদেশ চলাকালে যুক্তরাষ্ট্রের হাই পারফরম্যান্স কার্যক্রম পরিচালনা ও প্রয়োজনে অর্থায়ন করবে তারা। এ কাজে আইসিসির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে যুক্তরাষ্ট্রের অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটি।

এক বিবৃতিতে আইসিসি জানায়, যুক্তরাষ্ট্র দলের হয়ে নির্বাচিত ও চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বেতন পরিশোধসহ প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হবে, যাতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাদের অংশগ্রহণ ও প্রস্তুতি ব্যাহত না হয়। বিশেষ করে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং লস অ্যাঞ্জেলেস অলিম্পিককে সামনে রেখে প্রস্তুতি অব্যাহত রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

আরও পড়ুন

আইসিসি আরও জানায়, দেউলিয়া ঘোষণার পর তারা যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডকে ঋণ দেওয়ার প্রস্তাব দিয়েছিল। তবে সেই প্রস্তাব গ্রহণ করা হয়নি। ফলে প্রয়োজনে আইসিসি সরাসরি ক্রিকেটারদের অর্থ পরিশোধের বিষয়টি বিবেচনা করছে।

এদিকে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের প্রশাসনিক সংকট সমাধানে আইসিসির নরমালাইজেশন কমিটির কার্যক্রম চলমান থাকবে। পাশাপাশি, মেজর লিগ ক্রিকেটসহ দেশটির ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টগুলোর অনুমোদন ও তদারকিও আপাতত আইসিসি সরাসরি করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদের বেতন দেবে আইসিসি

ঢামেকে তরুণীর মরদেহ রেখে পালালেন স্বামী

নির্ধারিত সময়ে নির্বাচন হবে: মার্কিন বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা

কলকাতায় বাংলাদেশ হাইকমিশন ‘না রাখতে’ দেওয়ার হুমকি বিজেপির শুভেন্দুর

মিসাইল নিয়ে কোনো আলোচনায় নয় : ইরান

সমর্থকদের কাছে নির্বাচনের খরচ চাইলেন তাসনিম জারা