অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: সাত দিনে গ্রেফতার ৫৯৪৯
‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে বিশেষ অভিযানে গত সাত দিনে যৌথবাহিনী পাঁচ হাজার ৯৪৯ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এ তথ্য জানান। তিনি বলেন, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৭৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে ২০ হাজার ৩৩৩টি মোটরসাইকেল ও ১৭ হাজার ৯২৩টি গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশিতে ৩৫৬টি অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আরও পড়ুনইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর গত ১৩ ডিসেম্বর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভায় এই বিশেষ অভিযান শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








