আমার ওপর হামলার বিচার হলে হাদি খুন হতেন না : ভিপি নুর
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর তার ওপর হামলার সুষ্ঠু বিচার না হওয়ার ব্যর্থতার প্রসঙ্গ টেনে অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের ভেতরের একটি পক্ষ ওই সময় তার ওপর হামলার মদদ দিয়েছিল। তিনি বলেন, সেসময় আমাদের সঙ্গে যা ঘটেছে, তার বিচার হলে শরিফ ওসমান হাদিকে খুন হতে হতো না। সরকার ব্যর্থ বলেই খুনিরা হাদিকে হত্যার সাহস পেয়েছে।
শনিবার রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদ এবং আসামিদের গ্রেপ্তারের দাবিতে গণঅধিকার পরিষদের আয়োজিত শোক র্যালিপূর্ব সমাবেশে এসব কথা বলেন নুর। সমাবেশে দলের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নুর বলেন, হাদির মৃত্যুতে গোটা জাতি বাকরুদ্ধ। তিনি দাবি করেন, দেশে রাজনৈতিক পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। তার ভাষায়, সরকার দেশে রাজনৈতিক দুর্বৃত্তায়ন করেছে, ফ্যাসিবাদের প্রশ্রয় দিয়েছে এবং বিপ্লবীদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে।
ডাকসুর সাবেক এই ভিপি আরও বলেন, সরকারের ব্যর্থতার কারণেই মব তৈরি করে প্রথম আলো ও ডেইলি স্টারের মতো গণমাধ্যমে হামলা হয়েছে এবং নিউ এজ সম্পাদক নুরুল কবিরের মতো ব্যক্তিত্ব হেনস্তার শিকার হয়েছেন।
আরও পড়ুনতিনি অভিযোগ করেন, এভাবে মব সৃষ্টি করে বিশ্বজুড়ে বাংলাদেশের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা ছড়ানো হচ্ছে। এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে, যার মাধ্যমে দেশের বিপ্লবী শক্তিকে নিশ্চিহ্ন করার চেষ্টা চলছে। তিনি এটিকে স্বাধীনতার আগে বুদ্ধিজীবী হত্যার সঙ্গে তুলনা করেন।
সমাবেশে বক্তব্যে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেন, ওসমান হাদির খুনিরা কীভাবে পালিয়ে গেল—তা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি বলেন, তাহলে দেশের গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা কী? তার মতে, বিচারহীনতার সংস্কৃতি আগেও ছিল, এখনো চলছে, কারণ বর্তমান সরকার পুরোপুরি ব্যর্থ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








