ভিডিও রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২

প্রকাশ : ২১ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৩ রাত

মুজিব হলের নাম মুছে লেখা হলো ‘শহীদ ওসমান হাদি’ হল

ছবি: সংগৃহীত, ঢাবির মুজিব হলের নাম মুছে লেখা হলো ‘শহীদ ওসমান হাদি’ হল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই হলের নাম পরিবর্তনের দাবি উঠেছে। এর মধ্যে শেখ মুজিবুর রহমান হলের মূল ফটক এবং পুরাতন ভবনের ফটকে নামফলক পাল্টে হল সংসদের প্রতিনিধিরা ইতোমধ্যে শহীদ ওসমান হাদি হল লিখে দিয়েছেন।  

শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা নাগাদ একটি ক্রেন ব্যবহার করে তারা নামফলকে নতুন করে শহীদ ওসমান হাদি হল লিখছেন। 

এর আগে সন্ধ্যায় ছেলেদের শেখ মুজিবুর রহমান হল এবং মেয়েদের বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হলের নাম পালটানোর দাবি তোলে ঢাবির কেন্দ্রীয় ছাত্র সংসদ।

এ দাবিতে তারা রোববার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় উপাচার্যের কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে। 

এরপর পরই হলের নামফলক পাল্টানোর কাজ করছেন হল সংসদের প্রতিনিধিরা। হল সংসদের এজিএস মুশফিক তাজওয়ার মাহির বলেন, হল সংসদের উদ্যোগে আমরা নাম পরিবর্তনের কাজ করছি। 

আরও পড়ুন

তিনি বলেন, অভ্যুত্থানের পরপরই আমাদের হলের নাম পরিবর্তন করার দাবি ওঠে।

তখন এটিকে কাজী নজরুল ইসলাম হল করার বিষয়ে মত দেন শিক্ষার্থীরা। হল সংসদের সদস্যরা এটাতে সম্মত। অধিকাংশ শিক্ষার্থীরাও এ বিষয়ে একমত। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুজিব হলের নাম মুছে লেখা হলো ‘শহীদ ওসমান হাদি’ হল

আমার ওপর হামলার বিচার হলে হাদি খুন হতেন না : ভিপি নুর

নির্বাচন কমিশনের সাথে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ আজ

পাবনার সুজানগরে মৌসুমি পেঁয়াজ আবাদের ধুম

বিপিএল শুরুর সময়ে পরিবর্তন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৮৬ বোতল ভারতীয় নেশার সিরাপ জব্দ