হামলায় আহত ৮ জনকে কেনিয়ার নাইরোবিতে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে সৈনিক মো. মেজবাউল কবিরের অবস্থা গুরুতর হলেও অস্ত্রোপচারের পর তিনি বর্তমানে পর্যবেক্ষণে রয়েছেন। বাকি ৭ জন এখন শঙ্কামুক্ত।বাংলাদেশ সেনাবাহিনী এই কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এক শোকবার্তায় সেনাবাহিনী জানিয়েছে, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এই শান্তিরক্ষীদের আত্মত্যাগ বাংলাদেশের জন্য এক গৌরবময় নিদর্শন হয়ে থাকবে। সেনাবাহিনী প্রধান শহীদদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন।
প্রকাশ : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৯:২২ রাত
আগামীকাল দেশে আসছে সুদানে নিহত ৬ বাংলাদেশি সেনার মরদেহ
আগামীকাল দেশে আসছে সুদানে নিহত ৬ বাংলাদেশি সেনার মরদেহ
আফ্রিকার দেশ সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত অবস্থায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় শহীদ হওয়া ৬ বাংলাদেশি সেনার মরদেহ আগামীকাল দেশে পৌঁছাবে।
আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহগুলো পৌঁছানোর পর যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1766156110.jpg)
_medium_1766155409.jpg)
_medium_1766155128.jpg)
_medium_1766154770.jpg)


_medium_1766140407.jpg)
