ভিডিও শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪৮ রাত

দেশে ফেরার ট্রাভেল পাস পেলেন তারেক রহমান

দেশে ফেরার ট্রাভেল পাস পেলেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার পথ সুগম হলো। দীর্ঘদিন লন্ডনে অবস্থানের পর আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরছেন। বৃহস্পতিবার লন্ডনে বাংলাদেশ দূতাবাসে ট্রাভেল পাসের জন্য তিনি আবেদন করেছিলেন। 

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তার মেয়ে জাইমা রহমান একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

জাইমা রহমান তার পোস্টে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, বাবা কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট গ্রহণ করেছেন।’ তারেক রহমান ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডনে যান। প্রায় ১৮ বছর পর তিনি দেশে ফিরছেন।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার জানান, তারেক রহমান তার কন্যা জাইমা রহমানকে নিয়ে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় পৌঁছাবেন। ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর তার ফ্লাইটটি ঢাকায় অবতরণ করবে।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তার দেশে প্রত্যাবর্তন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা হচ্ছিল। গত ২৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসন ও তার মা বেগম খালেদা জিয়ার অসুস্থতার পর তারেক রহমান জানান, দেশে ফেরা কোনো একক সিদ্ধান্ত নয়। তবে ১২ ডিসেম্বর বিএনপি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় যে, ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন।

আরও পড়ুন

তার আগমনকে ঘিরে দলের পক্ষ থেকে একটি অভ্যর্থনা কমিটি গঠন করা হয়েছে। কমিটি বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। সিদ্ধান্ত অনুযায়ী, বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান।

দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, শৃঙ্খলা রক্ষা এবং অভ্যর্থনার স্থান নির্ধারণে যাচাই-বাছাই চলছে। সম্ভাব্য সমাবেশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে ঐতিহাসিক জনসমাগমের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০০৭ সালের জানুয়ারিতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে তারেক রহমান প্রায় ১৮ মাস কারাভোগ করেন। ২০০৮ সালের সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার পর তিনি লন্ডন চলে যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জে সংঘর্ষে পুলিশসহ ১০ জন টেটাবিদ্ধ

হাদির কফিনে বিএনপির ফুলেল শ্রদ্ধা

দেশে ফেরার ট্রাভেল পাস পেলেন তারেক রহমান

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

উদীচী কার্যালয়ে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

দূতাবাস আক্রান্ত হলে বহির্শক্তি হস্তক্ষেপের সুযোগ পাবে: নাসীরুদ্দীন