ভিডিও বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৮:৩১ রাত

রংপুরে তৃতীয় লিঙ্গের রাণী আবারও ভোটের মাঠে

রংপুরে তৃতীয় লিঙ্গের রাণী আবারও ভোটের মাঠে। ছবি : দৈনিক করতোয়া

রংপুর জেলা প্রতিনিধি: ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম কিনেছেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে রংপুর-৩ (সদর-আংশিক সিটি) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত বুধবার বিকেলে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম তোলার সময় তার সাথে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর আনোয়ারা ইসলাম রানী সাংবাদিকদের বলেন, জনগণের ভালোবাসা ও উৎসাহ পেয়ে রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছি। কোনো ক্ষমতার জোরে বা কোনো দলের ছায়ায় নয়, শুধু মানুষের ভালোবাসা, বিশ্বাস ও ন্যায়ের শক্তিকে সঙ্গী করেই আমি জনগণের প্রতিনিধিত্ব করতে এসেছি। আমার কোনো পিছুটান নেই, কোনো সংসার নেই। তাই আমার পুরো সময়, শক্তি ও দায়বদ্ধতা আমি রংপুর-৩ আসনের মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে উৎসর্গ করতে চাই।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকী বলেন, রংপুরের ছয়টি আসনে গত বুধবার দুপুর পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দেননি।

আরও পড়ুন

তবে বিকেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনোয়ারা ইসলাম রানী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। আশা করা হচ্ছে এর মধ্যে প্রার্থীরা এসে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে তৃতীয় লিঙ্গের রাণী আবারও ভোটের মাঠে

হাদির জন্য দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

বগুড়ার দুপচাঁচিয়ায় মনির হত্যা মামলায় আ:লীগ নেতা গ্রেফতার

ভোটের মাঠে পাঁচ দিন থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

আচরণবিধি লঙ্ঘনে ফেনীতে বিএনপি-জামায়াতসহ ৫ দলের প্রার্থীকে জরিমানা

সুইজারল্যান্ডের বার্নে হচ্ছে বাংলাদেশের নতুন দূতাবাস