প্রকাশ : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪১ বিকাল
গাজীপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
গাজীপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
গাজীপুর কালিয়াকৈর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ট্রান্সফরমার চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে থাই অ্যালুমিনিয়াম ফ্যাক্টরির পেছনে একটি বিদ্যুতের খুঁটিতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আজ্ঞাতো নামা। স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে তিনি ওই এলাকার একটি বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির চেষ্টা করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে স্থানীয় লোকজন ঘটনাস্থলে মরদেহটি পড়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি কালিয়াকৈর থানাকে অবহিত করেন। খবর পেয়ে কালিয়াকৈর থানার এসআই মো. রেজাউল করিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।
পরে সকাল আনুমানিক ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে তদন্তের উদ্দেশ্যে কালিয়াকৈর থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিদ্যুতের গুরুত্বপূর্ণ স্থাপনা চুরির মতো ঝুঁকিপূর্ণ কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





