ভিডিও বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৯:৩১ রাত

গাইবান্ধার সুন্দরগঞ্জে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে হোমিও চিকিৎসকের মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে হোমিও চিকিৎসকের মৃত্যু

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি মাজারে খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহমাদ উদ্দিন (৫৫) নামে এক হোমিওপ্যাথিক চিকিৎসকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের নয়ন-সুখ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আহমাদ উদ্দিন নয়ন সুখ গ্রামের মৃত আফিল মুন্সীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় হোমিওপ্যাথিক চিকিৎসা পেশার সাথে যুক্ত ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাতে নয়ন সুখ গ্রাম সংলগ্ন গাইবান্ধা সদর উপজেলার বারোবলদিয়া গ্রামের মুর্শিদের বাজার এলাকায় একটি মাজারে খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এসময় পার্শ্ববর্তী বারোবলদিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ রেনু মিয়ার (২৫) সাথে আহমাদ উদ্দিনের বাকবিতণ্ডা হয়।

এরই জের ধরে আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকালে আবারও রেনু মিয়ার সাথে আহমাদ উদ্দিনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রেনু মিয়া সজোরে আহমাদ উদ্দিনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় এক পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে মামলা দায়ের করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতকে দাদাগিরি করার সুযোগ আর দিবো না: এবি জুবায়ের

গাইবান্ধার সুন্দরগঞ্জে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে হোমিও চিকিৎসকের মৃত্যু

কেরানীগঞ্জে অস্ত্রসহ চার ডাকাত গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে একই স্থানে কবরস্থান ও মহাশ্মশান, মৃত্যুতেও নেই বিভাজন

রাজবাড়ী-২ আসনে বিএনপির প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে আরেক প্রার্থীর সংবাদ সম্মেলন

গাইবান্ধা-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জামায়াতের প্রার্থী মাজেদুর রহমান