ভিডিও বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৩:১১ দুপুর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪টি ককটেল উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪টি ককটেল উদ্ধার, ছবি: দৈনিক করতোয়া ।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্রামীণ ব্যাংক কোমরপুর পলাশবাড়ী শাখার সামনে থেকে ৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার কোমরপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে ব্যাংকটির প্রধান ফটকের সামনে থেকে ওই ককটেলগুলো উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে গ্রামীণ ব্যাংক কোমরপুর পলাশবাড়ী শাখার প্রধান ফটকের সামনে ককটেল সদৃশ্য চারটি বস্তু পড়তে থাকতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পরে থানা পুলিশ ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ঘটনাস্থলে পৌঁছায়। র‌্যাব-১৩ রংপুর ব্যাটালিয়ন সদর দপ্তরের বোমা নিষ্ক্রিয় দলের সিনিয়র এএসপি তরিকুল ইসলামের তত্ত্বাবধানে ডিএডি শামসুল হুদা ও সার্জেন্ট আব্দুল বারী ঘটনাস্থল থেকে ককটেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক সৃষ্টি হলেও কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, আইনগত প্রক্রিয়া শেষ হলে ককটেলগুলো নিস্ক্রিয় করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। পুলিশ ইতোমধ্যে এলাকায় টহল জোরদার করেছে এবং ব্যাংকসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪টি ককটেল উদ্ধার

ভেঞ্চুরিনির সাথে নোবেল – এক নতুন ফিরে আসা

উত্তর-পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার হুমকিতে ভারত চুপ থাকবে না : আসামের মুখ্যমন্ত্রী

নাশকতার মামলায় মির্জা আব্বাসসহ বিএনপি’র ৪৫ নেতাকর্মীকে অব্যাহতি

রাজধানীর লালবাগে প্লাস্টিকের গোডাউনে আগুন

রংপুর অঞ্চলের মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, ১১ মাসে নিহত ২১৩