ভিডিও মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৯:৪৮ রাত

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে মহান বিজয় দিবস পালন

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে মহান বিজয় দিবস পালন। ছবি : দৈনিক করতোয়া

করতোয়া ডেস্ক : যথাযথ মর্যাদায় ৫৫তম মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন করা হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট।

পুণ্ড্র ইউনিভার্সিটি : দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে বিজয় র‌্যালি, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি র‌্যালি উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্রের নেতৃত্বে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করে। বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ড. চিত্তরঞ্জন মিশ্র। বিশেষ অতিথি ছিলেন বিওটি ভাইস চেয়ারম্যান রোটা. ডা. মতিউর রহমান, সদস্য সোহরাব আলী খান ও আয়শা বেগম।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মুহা. সুজনশাহ-ই-ফজলুলের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন-বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. রফিকুল আহসান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার।

উপপরিচালক (জনসংযোগ ও প্রশাসন) জাহেদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এস জে আনোয়ার জাহিদ। এসময় আরও উপস্থিত ছিলেন টিএমএসএস পরামর্শক কৃষিবিদ আসাদুর রহমান নান্নু, বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ) আফসার আলী এফসিএমএ প্রমুখ।

 
করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজে : দিবসটিতে করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীরা শহিদ চাঁন্দু স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণ ছাড়াও প্রতিষ্ঠান প্রাঙ্গণে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা শেষে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোজাম্মেল হক, অধ্যক্ষ অসিত কুমার সরকার, উপাধ্যক্ষ আনজুমান আরা বেগম উপস্থিত থেকে বিজয় দিবস ও মুক্তিযুদ্ধের বিষয়ক আলোচনা করেন এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পাঁচটি গ্রুপে যারা ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেছে তাদেরকে পেট্রা প্রোডাক্টস’র পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘গ’ বিভাগে অংশগ্রহণ করে করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থী আল আরাফাত ইসলাম ১ম স্থান এবং ‘ঘ’ বিভাগে মার্জিয়া সাবরীন তৃতীয় স্থান অধিকার করে। এছাড়াও মার্জিয়া সাবরিন বগুড়া এডওয়ার্ক পার্কে বিসিক উদ্যোক্তা মেলা-২০২৫ এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১ম স্থান অধিকার করে।

বিয়াম মডেল স্কুল ও কলেজ : কর্মসূচির মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক মুক্তির ফুলবাড়িতে পুষ্পস্তবক অর্পণ, জেলা প্রশাসক কর্তৃক কুচকাওয়াজে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ ও প্রতিষ্ঠানের ভবন আলোকসজ্জাকরণসহ প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র বগুড়ার পরিচালক আলমগীর কবির, অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান, বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আমিনুল ইসলাম, বিয়াম মডেল স্কুল ও কলেজের উপাধ্যক্ষ দুলাল হোসেন, শফিকা আকতার, সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, প্রভাষক সিমন কুমার দত্ত, রফিকুল ইসলাম, হাফিজুর রহমান, সহকারী শিক্ষক আরিফুর রহমান, মাহাবুব আলম, ইসাহাক আলী, আবু সাঈদ প্রমুখ। শেষে বিয়াম মডেল স্কুল ও কলেজ বনাম বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষকদের মধ্যে এক প্রীতি ফুটবল প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া : দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মুহ. মুন্জুরুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো. হাবিবুর রহমান রজিব, মাধ্যমিক শাখার সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেন, জ্যেষ্ঠ প্রভাষক হারুন অর-রশীদ, প্রাথমিক শাখার সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম প্রাং, নয়ন কুমার প্রাং, খ ম মাহমুদুল হাসান, সিনিয়র শিক্ষক আবু তাহের, সহকারী শিক্ষক মো. আল আমিন, সহকারী শিক্ষক মেহেদী হাসান, ফাতেমাতুজ জহুরা, রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক অপূর্ব কুমার মজুমদার। অনুষ্ঠান শেষে স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক মোহাম্মদ মোস্তাকিম হোসাইন।

অনুষ্ঠান শেষে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষ্যে শহীদ চাঁন্দু স্টেডিয়ামে আয়োজিত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দু’টি ইভেন্টে ১ম পুরষ্কার ও একটি ইভেন্টে ২য় পুরষ্কার অর্জন করায় প্রতিষ্ঠানের সভাপতি পুলিশ সুপার শাহাদাত হোসেন শিক্ষার্থীদের সাথে ফটোসেশন অংশগ্রহণ করেন।

টিএমএসএস পাবলিক স্কুল এ্যান্ড কলেজ : দিনব্যাপী আয়োজনে আলোচনা সভা, প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন টিএমএসএস নির্বাহী উপদেষ্টা মোহাম্মাদ কেফায়েত উল্লাহ।  আলোচনা সভায় অধ্যক্ষ প্রফেসর মো. শাহজাহান আলী তার বক্তব্যে মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর নির্যাতন ও নিপিড়নের ইতিহাস তুলে ধরেন । আলোচনা শেষে বিজয়িদের মধ্যে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকল শিক্ষক, কর্মকর্তাবৃন্দ।

ড. এনামুল হক আর্ট এন্ড কালচারাল একাডেমী : ঠেঙ্গামারাস্থ বগুড়ার প্রতিষ্ঠান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও বগুড়ার প্রথম শহিদ তোতা মিয়ার কবরে একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন টিএমএসএস’র পরিচালনা পর্ষদ উপদেষ্টা ও ড. এনামুল হক আর্ট অ্যান্ড কালাচারাল একাডেমির সহসভাপতি লায়ন আয়শা বেগম, টিএমএসএস’র উপনির্বাহী পরিচালক লায়ন সোহরাব আলী খান, সহসভাপতি রফিকুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল হান্নান, কিউরেটর নাদিরা পারভিনসহ প্রমুখ। বিকেলে প্রতিষ্ঠান উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এছাড়াও টিএমএসএস টেকনিক্যাল ইন্সটিটিউট (টিটিআই), টিএমএসএস ইন্সটিটিউট অব সায়েন্স এ্যান্ড আইসিটি (টিআইএসআই) এবং টিএমএসএস ফিরোজা বেগম আয়ুর্বেদিক-ইউনানী মেডিকলে কলেজ ও হাসপাতাল, টিএমএসএস ইঞ্জিনিয়ারিং কলেজ, টিএমএসএস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট, টিএমএসএস রিলিজিয়াস কমপ্লেক্সের আওতাভুক্ত মাদ্রাসা, এতিমখানা ও অটিজম স্কুল ও পুনর্বাসন কেন্দ্রেসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে মহান বিজয় দিবস উদযাপন করে।

বাসদ : বগুড়া জেলা বাসদ’র উদ্যোগে সকালে বগুড়ার প্রধান শহীদ মিনার শহীদ খোকন পার্কে  পুষ্পমাল্য অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়। পুস্পমাল্য অর্পণ শেষে জেলা বাসদ’র সদস্য সচিব এড. দিলরুবা নূরী সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা করেন-জেলা বাসদ’র সদস্য সাইফুজ্জামান টুটুল, জেলা শ্রমিক ফ্রন্ট’র সাধারণ সম্পাদক এড. শ্যামল বর্মন, এড. রাধা রানী বর্মন, নিয়তি সরকার, রিদম গোস্মামী প্রমুখ।

শ্রমিক ফ্রন্ট : বগুড়া সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট’র উদ্যেগে বগুড়ার প্রধান শহীদ মিনার শহীদ খোকন পার্কে পুষ্পমাল্য অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়াও বগুড়া জেলা চারণ সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে বগুড়ার প্রধান শহিদ মিনার শহীদ খোকন পার্কে পুষ্পমাল্য অর্পণ করা হয়।  শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়।

ছাত্র ফ্রন্ট : দিবসটিতে জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট’র উদ্যোগে বগুড়ার প্রধান শহীদ মিনার শহীদ খোকন পার্কে পুষ্পমাল্য অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়। দিবসটিতে সরকারি আজিজুল হক কলেজ শাখার উদ্যোগে কলেজ শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন ও  সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা সভাপতি নিয়তি সরকার, সাধারণ সম্পাদক রিদম গোষ্মামী বিভ, মিষ্টি রায়, সোহেল রানা প্রমুখ।

ভয়েস অব জুলাই : দিবসটি উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। বগুড়া কেন্দ্রীয় শহিদ মিনারে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাতমাথায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হয়। এর উদ্বোধন করেন পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার যুগ্ম পরিচালক ড. আব্দুল মজিদ প্রামানিক, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজ বগুড়ার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মতিউর রহমান সাজু।

আরও উপস্থিত ছিলেন ভয়েস অব জুলাই বগুড়ার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছাব্বির আহম্মেদ রাজ, যুগ্ম আহ্বায়ক মাহমুদুদুল হাসান, মিজানুর রহমান মিজান, আফরিন সুলতানা, তাজনুর রহমান, সদস্য জাহিদ হাসান, বগুড়া সদরের আহ্বায়ক জুনায়েদ হোসেন, সালাউদ্দিন আহম্মেদ ফাহিম, হাসান মোল্লা প্রমুখ। সভাপতিত্ব করেন ভয়েস অব জুলাই বগুড়ার আহ্বায়ক আজিম উদ্দিন এবং পরিচালনা করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন।

শব্দকথন সাহিত্য আসর : দিবসটি পালনে সংগঠনের কবিবৃন্দ বিজয়ের কবিতা পাঠ করেন। এর আগে সকালে মুক্তির ফুলবাড়ি বিজয় স্তম্ভে শহিদদের ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন এইচ আলিম, সাদেকুর রহমান সোহাগ, পিংকু আহম্মেদ, প্রীতি দত্তসহ অন্যান্যরা। পরে বিকেলে বগুড়া শহীদ খোকন পার্কে তারুণ্যের স্বরচিত কবিতা নিয়ে এক আলোচনার আয়োজন করা হয়।

জাতীয় কবিতা মঞ্চ, বগুড়া : দিবসটি পালনে বিজয় দিবসের সূচনালগ্নে মুক্তির ফুলবাড়ি বিজয় স্তম্ভে শহিদদের ফুলেল শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত সংগঠনের কবিদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পরে স্বরচিত কবিতা পাঠে অংশগ্রহণ করেন-সংগঠনের সহসভাপতি জাহাঙ্গীর মাহমুদ, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সোহাগ, উপদেষ্টা এইচ আলিম ও আমির খসরু সেলিম, দপ্তর সম্পাদক প্রীতি দত্ত, সাংগঠনিক সম্পাদক পিংকু আহম্মেদ, নির্বাহী সদস্য আনিছুর রহমান, মরুফা আক্তার প্রমুখ।

বগুড়া এসএসসি ২০০৪ ব্যাচ : বিজয়ের সূচনালগ্নে শহিদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা। পরে এক আলোচনা সভায় মিলিত হন তারা। আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুপ কুমার দাস সুবল, সানারুল ইসলাম সনি, ডা. কুরবান আলি রনি, সাব্বিরুল মোস্তফা রাকিব, শামসুল আরেফিন রুম্মান, রাজিব চক্রবর্তী, মামুনুর রশীদ, মনির, আল আমিন, সান সজিব প্রমুখ।

কাহালু (বগুড়া) : এ উপলক্ষ্যে কর্মসূচির মধ্য ছিল ১৩ ডিসেম্বর কাহালু হানাদার মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস পালন, উপজেলার মহেশপুর গ্রামের মুক্তিযোদ্ধা সৈয়দ আলী মিয়ার কবর জিয়ারত, ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সূচনা করে কেন্দ্রীয় শহিদ মিনারে পু®পস্তবক অর্পণ।

পরে কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন, শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পরে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ যোহর দোয়া ও মন্দিরে প্রার্থনা।

দুপুরে হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, বিকেলে কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ, উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন, উপজেলা সহকারী কমিশনা (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

শিবগঞ্জ (বগুড়া) : দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে শিবগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমানসহ সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার দিবসের উদ্বোধন করেন।

পরে উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজয় মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নির্বাহী অফিসার ছাড়াও বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা খান, সোলায়মান আলী, কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, প্রকল্প কর্মকর্তা জহিরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুব হোসেন প্রমুখ। দিনব্যাপী নানা কর্মসূচি শেষে বিকেলে স্কুল মাঠে পুরস্কার বিতরণ করা হয়।

এদিকে দিনটি উপলক্ষ্যে উপজেলা বিএনপি নানা কর্মসূচি পালন করে। শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এড. আব্দুল ওহাব, বিএনপি নেতা আব্দুল করিম, মাস্টার হারুনুর রশিদ, যুবদল নেতা খালিদ হাসান আরমান, আব্দুল্লাহ জোবায়ের, আবু শাহিন প্রমুখ।

সারিয়াকান্দি (বগুড়া) : দিবসটি উদযাপন উপলক্ষ্যে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। স্থানীয় পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবের মাঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। একই মাঠে বিজয় মেলা অনুষ্ঠিত হয়, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা জানানো হয়, বিকেলে উপজেলা প্রশাসন এবং বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দিনব্যাপী নানা ধরনের কর্মসূচি পালিত হয়।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানে নানা ধরনের কর্মসূচি পালিত হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মিজ সুমাইয়া ফেরদৌস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক কাজী জহুরুল ইসলাম, পৌর বিএনপি’র সভাপতি শাহাদৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক এড. শরিফুল ইসলাম হিরা, সিরাজুল ইসলাম ফুল প্রমুখ।

নন্দীগ্রাম (বগুড়া) : ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা করা হয়। এরপর শহিদদের শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা। পুস্পমাল্য অর্পণ শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামানায় দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, বাংলাদেশ পুলিশের নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার নুরুজ্জামান চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, উপজেলা প্রকৌশলী নূর নবী খান, থানার অফিসার ইনচার্জ মিজানুর রহামন, কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। দুপুরে বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং পরে উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়। বিকেলে বিজয় দিবস উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

সোনাতলা (বগুড়া) : কর্মসূচির মধ্যে ছিল-তোপধ্বনি, কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, ডিসপ্লে, কুচকাওয়াজ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী ও সংবাদকর্মীগণ পুষ্পমাল্য অর্পণ করেন। উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন, অফিসার ইনচার্জ কবির হোসেন, উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার এনায়েতুর রশিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নাজমুল ইসলাম প্রমুখ।

আদমদীঘি (বগুড়া) : দিবসটি উপলক্ষ্যে সকালে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রাশাসন, বিএনপিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। আদমদীঘি ঈশ্বরপূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, ফায়ার সার্ভিস আনসার বাহিনীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে বীর মুক্তিযোদ্ধা, শহিদ ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। এসময় উপস্থিত ছিলেন-সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম প্রমুখ।

গাবতলী (বগুড়া) : উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। গাবতলী কেন্দ্রীয় শহিদ মিনারে শহিদদের স্মরণে উপজেলা প্রশাসন, থানা পুলিশসহ বিভিন্ন প্রতিষ্ঠান পুস্পমাল্য অর্পণ করে। পাইলট স্কুল মাঠে পিঠা মেলার উৎসব হয়। পাইলট স্কুল মাঠে শিশু-কিশোর সমাবেশ, সালাম গ্রহণ ও কুচকাওয়াজ, ডিসপ্লে শেষে পুরস্কার বিতরণ করা হয়। এরপর বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা ইউএনও মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ, মডেল থানার ওসি আনিছুর রহমান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এএইটএম জহুরুল ইসলাম।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন-বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী, মুক্তিযোদ্ধা সন্তান আব্দুর রাজ্জাক ও রোকসান হাফিজ সুমন, জুলাই যোদ্ধা ইসফাকুর ইউনুস পাপ্পু প্রমুখ। দিবসটিতে দোআঁশ পাবলিক লাইব্রেরির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহিদ মিনার চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন লাইব্রেরির সহসভাপতি আব্দুল বারী। প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি আজিজুল হক কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল প্রাবন্ধিক প্রফেসর খৈয়াম কাদের। স্বাগত বক্তব্য রাখেন লাইব্রেরিয়ান তাওহীদ ইসলাম তানসিন।

দুপচাঁচিয়া (বগুড়া) : উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের নেতৃত্বে পরিষদ চত্বরে স্মৃতি অম্লানে পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়। পরিষদ চত্বরে ইউএনও শাহরুখ খানের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মাহমুদুন্নবীর সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন-মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল মজিদ, থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ সাইফুল আবেদিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান, উপজেলা বিএনপি’র সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, উপজেলা জামায়াতের আমির মাওলানা ওমর আলী, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন প্রমুখ। অপর দিকে দুপচাঁচিয়া প্রেস ক্লাবের আয়োজনে ক্লাব কার্যালয়ে আলোচনা সভা ক্লাবের সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে ও সাহিত্য সম্পাদক মতিউর রহমান দেওয়ান পলাশের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের সাধারণ সম্পাদক কেএম বেলাল, সাবেক সাধারণ সম্পাদক মঈন খান, যুগ্ম সাধারণ সম্পাদক সাজু মন্ডল, দপ্তর সম্পাদক এটিএম সামাদ কোব্বাদ, কার্য নির্বাহী সদস্য মোশফিকুর রহমান সবুজ, সেলিম প্রামানিক প্রমুখ বক্তব্য রাখেন।

ধুনট (বগুড়া) : ধুনট কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের ব্যানারে পুস্পমাল্য অর্পণ করা হয়। ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যায়ল মাঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বয়ে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, এতিমখানায় উন্নতমানের খাবার বিতরণ, মসজিদ মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়াও বিকেলে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতিলতা বর্মন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু রুস মতিন। সভায় বক্তব্য রাখে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম ও বীর মুক্তিয়োদ্ধা এসএম ফেরদৌস আলম।

শাজাহানপুর (বগুড়া) : উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হয়েছে। এছাড়াও রাজনৈতিক দলসহ বিভিন্ন শিক্ষা ও সামজিক প্রতিষ্ঠান এ উপলক্ষ্যে নানা কর্মসূচি পালন করে। উপজেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাইফুর রহমান।

অনুষ্ঠানে আরও অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহানাজ পারভীন, থানার অফিসার ইনচার্জ মুহা. তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি এনামুল হক শাহিন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি মাওলানা শহীদুল ইসলাম, শাজাহানপুর প্রেস ক্লাবের সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক সজিবুল আলম, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সবুজ প্রমুখ।

শেরপুর (বগুড়া) : দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠান দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে। উপজেলা পরিষদ চত্বরে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক দল। শেরপুর সরকারি ডি জে হাইস্কুল মাঠে শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন-শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ খান। উপজেলা পরিষদ চত্বরে আয়োজন করা হয় বিজয় মেলা। এছাড়াও চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজনের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

জয়পুরহাট : জয়পুরহাটে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে ৭১’এর শহিদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। প্রথমে জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া জেলা প্রশাসনের পক্ষে ও পুলিশ সুপার মিনা মাহমুদা জেলা পুলিশ বিভাগের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। স্টেডিয়ামে শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রাহণ করেন জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া ও পুলিশ সুপার মিনা মাহমুদা।

কুজকাওয়াজে অংশগ্রহণ করে পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, স্কাউট, রোভারস্কাউট, গার্লস গাইডস ও শিশু-কিশোর সংগঠন। সার্কিট হাউস মাঠে তিন দিনব্যাপী বিজয় মোলার উদ্বোধন করা হয়। শিশু একাডেমিতে শিশু-কিশোরদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পৌর কমিনিউটি সেন্টারে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনার আয়োজন করা হয়। এছাড়াও দিবস উপলক্ষ্যে জয়পুরহাটে বিজয় র‌্যালি করেছে জয়পুরহাট ও পাঁচবিবি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিকেলে র‌্যালিটি জয়পুরহাট শহর প্রদক্ষিণ করে।

এতে অংশ নেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, পাঁচবিবি উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আবদুল গফুর মন্ডল, আব্দুর রউফ বুলু, সাবেক সদস্য সচিব  আবুল হোসেন, আবুল খায়ের স্বপন, জহুরুল ইসলাম, হাসান উদ্দিন তুষার প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে মহান বিজয় দিবস পালন

তফসিলের পরদিন প্রার্থী গুলিবিদ্ধ হওয়া বিচ্ছিন্ন ঘটনা নয় : আখতার হোসেন

নওগাঁয় ভাটা পড়েছে শুঁটকি উৎপাদনে

বাংলাদেশের ইতিহাস বিকৃত করা কোনো ছেলেখেলা নয়: আখতার হোসেন

কক্সবাজারে শুরু হলো তিন দিনব্যাপী ‘অ্যানুয়াল স্পোর্টস কম্পিটিশন অ্যান্ড বিচ কার্নিভ্যাল ২০২৫’

বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব না: শামীম হায়দার