বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘জিন্দাবাজারের পাঁচ পীরের মাজারের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশটির ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
প্রকাশ : ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৮:২৭ রাত
সিলেটের পাঁচ পীরের মাজার থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার
সিলেটের পাঁচ পীরের মাজার থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার
সিলেট নগরীর ব্যস্ততম জিন্দাবাজার এলাকায় অবস্থিত পাঁচ পীরের মাজার থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, আজ সকাল সাড়ে ১১টার দিকে নগরীর পাঁচ পীরের মাজারের ভেতরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের মর্গে পাঠায় পুলিশ।
আরও পড়ুনমন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1765892333.jpg)

