তবু জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের একটি জরাজীর্ণ সেতুর মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। তবুও প্রতি নিয়ত শত শত যানবাহন চলাচল করছে মারাত্মক ঝুঁকি নিয়ে। সেতু পারাপার হতে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা পড়ছেন চরম বিপাকে। যেকোনো সময় ভেঙে ঘটতে পারে বড় দুর্ঘটনা। এছাড়াও প্রাণহানির আশঙ্কাও রয়েছে এখানে।
লালমনিরহাটের আদিতমারী উপজেলার সীমান্তবর্তী দুর্গাপুর ইউনিয়নটিতেই এই সেতুটির অবস্থান। গুরুত্বপূর্ণ ওই ইউনিয়নটির হাজার হাজার মানুষের চলাচল এই সেতু দিয়েই। কৃষি পণ্যসহ দৈনন্দিন প্রয়োজনীয় কাজে পারাপার হয় ওই সেতুটি দিয়ে। উপজেলা ও জেলা শহরে যাওয়ার একমাত্র স্থান দুর্গাপুর ভেলাবাড়ী রাস্তা। এ রাস্তায় কালীরহাট এলাকায় রত্নাই নদীর ওপর ৮০’র দশকে নির্মিত সেতুটি বয়সের ভারে নূয়ে পড়লেও দীর্ঘদিনেও করা হয়নি কোন সংস্কার কাজ।
ফলে সেতুটির রেলিং ও পিলার ভেঙে পরিণত হয়েছে মরন ফাঁদে। যানবাহন পারাপারের সময় সেতুটি কেঁপে ওঠে খসে পড়ে প্লাস্টার। একটি গাড়ি সেতুর ওপর উঠলে অপরদিকে দাঁড়িয়ে থাকে অন্য যানবাহন। ঝুঁকিপূর্ণ এ সেতুটি পারাপার হতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে পঙ্গুত্ব বরণ করেছেন অনেকেই।
সেতুটি পুন:নির্মাণ করা দীর্ঘদিনের দাবি ওই এলাকার মানুষের। এলাকাবাসী জানায়, আদিতমারী উপজেলার কৃষিনির্ভর, সীমান্ত সংলগ্ন এলাকা দুর্গাপুর ইউনিয়নকে উপজেলা ও জেলা শহরের সাথে সংযুক্ত করার একমাত্র পথ হল এই সেতু। কিন্তু সেতুটি পুনঃনির্মাণে নেয়া হচ্ছে না কোন কার্যকর পদক্ষেপ।
আরও পড়ুনদুর্গাপুর ইউনিয়নটির এক সাবেক জনপ্রতিনিধি বলেন, ‘জরাজীর্ণ সেতুটির জরিপ এবং মাটি পরীক্ষা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। নকশার কাজ চলছে এবং দ্রুত পুন:নির্মাণ শুরু করার জন্য আমরা নির্বাহী প্রকৌশলী বরারর আবেদন করেছি।
লালমনিরহাট এলজিইডি’র একটি দায়িত্বশীল সূত্র বলেন, ডিজাইনের কাজ চলছে,- দ্রুত সময়ে হাতে পাব। এরপর দরপত্র আহবান করে কাজ শুরু করা হবে।
মন্তব্য করুন

_medium_1765884379.jpg)

_medium_1765880139.jpg)





