নাটোরে মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক আটক
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সোহাগ হোসেন(২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- সোহাগের বন্ধু উপজেলার চক বড়াইগ্রামের ইসমাইল হোসেনের ছেলে আকাশ, তার মা ও বোন। তাদের গতকাল রোববার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে। নিহত সোহাগ একই গ্রামের নাজমুল ইসলামের একমাত্র ছেলে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, বড়াইগ্রাম ইউনিয়নের মানিকপুর এলাকা থেকে আসামিদের আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগের বন্ধু আকাশ হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
আরও পড়ুনএরআগে, নিখোঁজের তিনদিন পর গত শনিবার বিকেলে সোহাগের মুখমন্ডল থেতলানো ও ডান চোখ উপড়ানো লাশ পাওয়া যায় উপজেলার আগ্রান ফিলিং স্টেশনের পাশের ঝোপে।
মন্তব্য করুন







