কুড়িগ্রামের রাজারহাটে নাশকতা মামলায় তথ্য অফিসের মাইক অপারেটরসহ গ্রেফতার ২
কুড়িগ্রাম জেলা ও রাজারহাট প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের এপিএই অপারেটর (মাইক অপারেটর) শান্ত রায়কে গ্রেফতার করেছে রাজারহাট থানা পুলিশ। গত রোববার গভীর রাতে রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের ছুটু গ্রামের নিজ বাড়ি থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে ওই গ্রামের মুকুল চন্দ্র রায়ের ছেলে।
পুলিশ সূত্র জানায়, রাজারহাট উপজেলা শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শান্ত রায়ের বিরুদ্ধে দায়ের করা নাশকতার মামলায় গ্রেফতার করা হয়। গতকাল সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জেলা তথ্য অফিসের কর্মকর্তারা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্য দিকে একই মামলার মকবুল হোসেন নামের অপর আরেকজনকেও গ্রেফতার করেছে পুলিশ। তিনির চাকিরপশার ইউনিয়নের তালুক আষাঢ় গ্রামের সাবের উদ্দিনের ছেলে।
আরও পড়ুনরাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতার মামলায় শান্তসহ দুইজনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এসব মামলার অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন







