ঠাকুরগাঁওয়ে গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর থানা পুলিশের অভিযানে ১শ’ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় ঠাকুরগাঁও পৌরসভার ১০নম্বর ওয়ার্ডের মুন্সিরহাট বড় কলোনির মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম করণ (৩১)। তিনি ঠাকুরগাঁও সদর থানাধীন এলাকায় বসবাসকারী। তল্লাশি চালিয়ে তার পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩ হাজার টাকা।
আরও পড়ুনপ্রাথমিক জিজ্ঞাসাবাদে করণ স্বীকার করেন দীর্ঘদিন ধরে পাইকারি ও খুচরা দামে গাঁজা বিক্রি করে আসছিলেন। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন

_medium_1765809893.jpg)

_medium_1765809346.jpg)


_medium_1765808704.jpg)


