ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৮:৩৯ রাত

গরু ও দোকানে গাড়ির ধাক্কা লাগায় দুই গ্রামবাসীর তুমুল সংঘর্ষ, আহত ২০

গরু ও দোকানে গাড়ির ধাক্কা লাগায় দুই গ্রামবাসীর তুমুল সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি ফলের দোকান ও গরুর গায়ে অটোরিকশার ধাক্কা লাগা নিয়ে তর্কের জেরে সংঘর্ষে জড়িয়েছেন দুই গ্রামের বাসিন্দারা। এতে অন্তত ২০ আহতের খবর পাওয়া গেছে।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার সৈয়দটুলা ও চানমনিপাড়া গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মোড়ে চানমনি পাড়া গ্রামের রওশন আলীর ছেলে ইউসুফের একটি ফলের দোকান রয়েছে। সোমবার দুপুরে তার দোকানের সামনে সৈয়দটুলা গ্রামের সামাদ মিয়ার ভাতিজা তার অটোরিকশা দাঁড় করিয়ে রাখে। এ সময় ইউসুফ দোকানের সামনে থেকে অটোরিকশা নিয়ে চালককে সরে যেতে বলে। পরে ওই অটোচালক তার অটোরিকশাটি সরিয়ে নেওয়ার সময় ফলের দোকানে এবং চানমনি পাড়া গ্রামের নূরুল আলম নামে এক ব্যক্তির গরুর সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে ইউসুফ ও নুর আলমের সঙ্গে অটোচালকের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এর জেরে সৈয়দটুলা ও চানমনি পাড়া গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।

আরও পড়ুন

সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সংঘর্ষ এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরু ও দোকানে গাড়ির ধাক্কা লাগায় দুই গ্রামবাসীর তুমুল সংঘর্ষ, আহত ২০

আমরা নিরাপদ না থাকলে শত্রুরাও নিরাপদ থাকবে না: মাহফুজ আলম

সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার ১

বগুড়ার দুপচাঁচিয়ায় আমষট্ট স্মৃতিস্তম্ভ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে

বিজয় দিবসে খাগড়াছড়ির পর্যটন স্পটে বিনা টিকেটে ভ্রমণ

ক্রিকেটারদের ব্যস্ত রাখতে নারী ক্রিকেট লিগ শুরু