ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪৮ বিকাল

আমাদের এমন একজন প্রয়োজন যিনি রাস্তা চেনেন এবং সেই রাস্তায় নিয়ে যাবেন : ববিপ্রবি ভিসি ড. কুদরত-ই-জাহান

আমাদের এমন একজন প্রয়োজন যিনি রাস্তা চেনেন এবং সেই রাস্তায় নিয়ে যাবেন : ববিপ্রবি ভিসি ড. কুদরত-ই-জাহান। ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার: বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কুদরত-ই-জাহান বলেছেন, বাংলাদেশের মানুষের এখন ঐক্যবদ্ধতা বড় প্রয়োজন। যিনি রাস্তা চেনেন, যিনি রাস্তা দেখাবেন এবং সেই রাস্তায় নিয়ে যাবেন আমাদেরকে।

সেই ধরনের মানুষের বড়ই অভাব। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ইঙ্গিত করে বলেন, আমাদের একজন ছিলেন যিনি রাস্তা দেখতে পেরেছেন কিন্তু সময় পাননি সেই রাস্তা দিয়ে যাওয়ার। তাকে সময় দেওয়া হয়নি। সে কারণে দেশের মানুষকে বার বার খেসারত দিতে হচ্ছে।

তিনি আজ সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১২টায় বগুড়া প্রেস ক্লাবে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন। বগুড়া প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া (জেইউবি) আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু।

ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস, বগুড়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাহাত রিটু, সহ-সভাপতি মীর সাজ্জাদ আলী সন্তোষ, মির্জা সেলিম রেজা, সিনিয়র সদস্য আব্দুর রহিম বগরা, মতিউল ইসলাম সাদি, প্রত্যাশা প্রতিদিন সম্পাদক সেলিম রেজা, ক্লাবের সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াদুদ, এম আর সাইন, সুমন সরদার, রায়হান তালুকদার রানা প্রমুখ।

আরও পড়ুন

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শফিকুল ইসলাম শফিক, আব্দুুর রহিম, জাফর আহম্মেদ মিলন,শামীম আহম্মেদ, গোলজার হোসেন মিটু, মুক্তার শেখ, শহীদ খন্দকার মোফাজ্জল বারীর ছেলে ফরহাদুল বারী প্রমুখ।

 
প্রধান অতিথি তার বক্তব্যে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন এবং বগুড়ার গণমাধ্যম কর্মীদের সহায়তা কামনা করে বলেন, গণমাধ্যম কর্মীদের সঠিক দিক নির্দেশনায় দেশ এগিয়ে যাবে।

সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফেরদৌসুর রহমান। এরপর শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় আমষট্ট স্মৃতিস্তম্ভ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে

বিজয় দিবসে খাগড়াছড়ির পর্যটন স্পটে বিনা টিকেটে ভ্রমণ

ক্রিকেটারদের ব্যস্ত রাখতে নারী ক্রিকেট লিগ শুরু

পিএসএলের কারণে পেছাতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর

রাজশাহী সদর আসনে বিএনপি নেতা মিনুর মনোনয়নপত্র সংগ্রহ

স্বরাষ্ট্র উপদেষ্টা নৈতিকভাবে এ পদে থাকতে পারেন না: নাহিদ