কলমাকান্দা থানার ওসি মো. সিদ্দিক হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ হাসপাতালে ও ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
কলমাকান্দায় ডোবায় পড়ে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু
নেত্রকোনার কলমাকান্দায় ডোবায় পড়ে ত্বহা নামে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার বড়খাপন ইউনিয়নের বড়খাপন গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ত্বহা ওই গ্রামের আওলাদ মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির মা ঘরের রান্নার কাজে ব্যস্ত ছিলেন।
এ সুযোগে সবার অজান্তে ত্বহা বাড়ির পাশের একটি ছোট ডোবায় পড়ে যায়। কিছু সময় পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবা থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন পাল শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনমন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1765810853.jpg)


_medium_1765809893.jpg)

_medium_1765809346.jpg)
_medium_1765811610.jpg)