ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৩:১১ দুপুর

চিলির নতুন প্রেসিডেন্ট হলেন ডানপন্থী কাস্ত

চিলির নতুন প্রেসিডেন্ট হলেন ডানপন্থী কাস্ত, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : লাতিন আমেরিকার দেশ চিলির গণতান্ত্রিক ইতিহাসের ৩৫ বছরে সবচেয়ে কট্টর ডানপন্থী নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন হোসে আন্তোনিও কাস্ত। বিপুল ভোটে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। চূড়ান্ত ফলাফলে দেখা যায়, অতি ডানপন্থী কাস্ত ৫৮ শতাংশ ভোট পেয়ে বামপন্থী জোটের প্রার্থী জেনেট জারাকে পরাজিত করেন।

নির্বাচনী প্রচারণায় কাস্ত দেশ থেকে তিন লাখেরও বেশি অভিবাসী বহিষ্কারের অঙ্গীকার করেন। পাশাপাশি চিলির উত্তরাঞ্চলীয় সীমান্ত বন্ধ করা, রেকর্ড মাত্রার অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়া এবং স্থবির অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি ভোটারদের কাছে ব্যাপক প্রচার চালান।

স্থানীয় সময় রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় হাজারো সমর্থকের সামনে দেওয়া ভাষণে কাস্ত বলেন, ‘চিলির জনগণ পরিবর্তন চেয়েছে।’ তিনি আইনের শাসনের প্রতি সম্মান দেখানোর প্রতিশ্রুতি দিয়ে জানান, সমালোচকদের কথা মাথায় রেখেই দেশ পরিচালনা করা হবে।

১৯৯০ সালে সামরিক শাসনের অবসানের পর এটিই ডানপন্থীদের দিকে চিলির সবচেয়ে বড় রাজনৈতিক মোড়। কাস্ত প্রকাশ্যেই দেশটির সাবেক ডানপন্থী স্বৈরশাসক অগাস্টো পিনোশের প্রশংসা করে আসছেন। একসময় আমেরিকা মহাদেশের সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে পরিচিত চিলি কোভিড-১৯ মহামারির ধাক্কায় বড় ধরনের সংকটে পড়ে। সহিংস আন্দোলন-বিক্ষোভ এবং বিদেশি সংঘবদ্ধ অপরাধ চক্রের তৎপরতায় দেশটির সামাজিক স্থিতিশীলতাও নড়বড়ে হয়ে যায়। নির্বাচনী জয়ের খবরে রাজধানী সান্তিয়াগোতে কাস্তের সমর্থকেরা গাড়ির হর্ন বাজিয়ে, পতাকা উড়িয়ে উল্লাস প্রকাশ করেন। অনেকেই পিনোশের পক্ষে অবস্থান নেওয়া কাস্তের প্রতি প্রকাশ্যে সমর্থন জানান।

আরও পড়ুন

আর্জেন্টিনা, বলিভিয়া, হন্ডুরাস, এল সালভাদর ও ইকুয়েডরের পর লাতিন আমেরিকায় এটি ডানপন্থীদের সাম্প্রতিক আরেকটি বড় জয়। সূত্র : বিবিস

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিলির নতুন প্রেসিডেন্ট হলেন ডানপন্থী কাস্ত

ইউক্রেনের আরেকটি অঞ্চল দখলে নিলো রাশিয়া

মাঠে রোনালদোর উপস্থিতি শুধু গোলের মধ্যেই সীমাবদ্ধ নয় : মার্টিনেজ

হামাসের অস্ত্র ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত : হামাস প্রধান

মুস্তাফিজের দারুণ দিনেও হার দুবাই ক্যাপিটালসের

পাকিস্তানে সেনা অভিযানে ১৩ সন্ত্রাসী নিহত