ভিডিও বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১০ ডিসেম্বর, ২০২৫, ১০:০১ রাত

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন। ছবি : দৈনিক করতোয়া

করতোয়া ডেস্ক : ‘মানবাধিকার : আমাদের প্রতিদিনের অপরিহার্য’ প্রতিপাদ্য নিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বুধবার (১০ ডিসেম্বর) বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা জানান-

বাংলাদেশ মানবাধিকার ব্যুরো : দিবসটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেলে বাংলাদেশ মানবাধিকার ব্যুরো এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সিনিয়র এড. মকলেছুর রহমান।

সংগঠনের জেলা সাধারণ সম্পাদক আসাদুল হক কাজলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বার কাউন্সিলের সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম, এড. মাসফিকুর রহমান তালুকদার, এড. আনোয়ার হোসেন, এড. হারুনুর রশিদ, এড. মোস্তফা কামাল পরাগ, এড. আজাদ হোসেন তালুকদার, রাহাদ উদ্দিন পশারী স্বপন, গোলাম রব্বানী সেতার, আব্দুর রহমান বাদল, রেজাউল হক রানা, আব্দুর রহমান, রুহুল কুদ্দুস আপেল, এড. জেসমিন আকতার শিখা, এড. এবিএম সাইফুল ইসলাম শিমুল, এড. নজরুল ইসলাম কামাল, এড. মাসুদুর রহমান, মেহেদী হাসান এবং মফিদুল ইসলাম হেলাল।

আসফ ফাউন্ডেশন : দিবসটিতে শহরে র‌্যালি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। র‌্যালি শেষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আসফ বগুড়া জেলা কমিটির সভাপতি মোহাম্মাদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক লতিফুর রহমান লতিফ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান আপেল, উপদেষ্টামন্ডলীর সদস্য নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সরকার, আব্দুল জলিল, ইমরান হোসেন, শামিমুল ইসলাম, এনামুল হক সরকার, সোলেমান মির্জা, আহম্মেদ উল্লাহ মনু, সাইফুল ইসলাম ভান্ডারী, নুরুল ইসলাম প্রমুখ।

বিডিইআরএম : দিবসটিতে বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা বিডিইআরএম’র আয়োজনে মানববন্ধনের প্রধান দাবি ছিল সংসদে দলিত জনগোষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা। এতে সভাপতিত্ব করেন জেলা বিডিইআরএম’র সিনিয়র সহসভাপতি সুবাস চন্দ্র রবিদাস এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সুজন কুমার রাজভর। কর্মসূচিতে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক বিজয় রবিদাস, সুব্রত চন্দ্র দাস, সুমন কুমার শুভ, শাওন মালী, তারামন রবিদাস।

আরও পড়ুন

দুপচাঁচিয়া (বগুড়া) : এ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে র‌্যালি আসক’র অস্থায়ী কার্যালয়ে সহসভাপতি আজগর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপদেষ্টা স্থানীয় বীরকেদার ইউপি চেয়ারম্যান সেলিম উদ্দিন, সহসাধারণ সম্পাদক সেলিম রাজা, কোষাধ্যক্ষ আমিন প্রামানিক, সদস্য আবুল হোসেন, জাহিদ হোসেন প্রমুখ।

পাঁচবিবি (জয়পুরহাট) : উপজেলার বাগজানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা হিউম্যান রাইটস ফেস্ট ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বন্ধন’এর আয়োজনে এমপাওয়ারহার প্রকল্পের অধীনে বিতর্ক প্রতিযোগিতা, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হকের সভাপতিত্বে ও প্রকল্পের উপজেলা ফ্যাসিলিটেটর বিপ্লব আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রকল্পের ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস মনিটরিং অফিসার ড. সাজ্জাদুল বারী। শেষে শিক্ষক, শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন স্তরের লোকজনের অংশগ্রহণে এক র‌্যালি স্কুল চত্বর প্রদক্ষিণ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত

মেসি জ্বরে কাঁপছে কলকাতা

সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে জমির মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

লালমনিরহাটে দিন দিন বেড়েই চলেছে শীতের প্রকোপ

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে এনসিপির মনোনয়ন পেলেন ব্যবসায়ী নেতা রুবেল

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২ লাখ টাকা জরিমানা